Menu
menu-icon close
  • মাইরালা
  • ভাল্লাগসে

স্বভাবের যে ১০টি লক্ষণ প্রমাণ করে আপনার ধৈর্য অনেক বেশি

Thumbnail

by Bishal Dhar

১১:১৯, ৮ নভেম্বর ২০২২

স্বভাবের যে ১০টি লক্ষণ প্রমাণ করে আপনার ধৈর্য অনেক বেশি

থায় আছে “যে সহে, সে রহে”, অর্থাৎ যে সয়, সে-ই টিকে থাকে। আমাদের জীবনে ধৈর্যের গুরুত্ব অনেক বেশি, অস্থিরতার জন্য অনেকেই জীবনে অনেক বড় বড় ভুল করে থাকে। আপনারও কি ধৈর্য অনেক বেশি? তবে আজকে আপনি কিছুটা খুশিই হবেন, কারণ লেখাটা আপনাকে নিয়েই।

১. আপনি সহজে কারো উপর রেগে যান না

২. আপনি একজন ভালো শ্রোতা, যে কারো কথাই আপনি খুব মনোযোগ দিয়ে শোনেন

৩. আপনি অহেতুক কারো সাথে তর্ক করতে পছন্দ করেন না

৪. যে কাউকে কোন কিছু বুঝিয়ে বলার ক্ষমতা আপনার অনেক বেশি

৫. স্বভাবেও আপনি অনেক শান্ত

৬. কোন কাজেই আপনি অস্থির হন না, সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন

৭. আপনি একটা রুটিনের মধ্যে চলার চেষ্টা করেন

৮. আপনি অভিযোগও কম করেন

৯. সবকিছুকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেন

১০. আপনি কথা বেশি বলতে পছন্দ করেন না

SHARE THIS ARTICLE