যে ৭ কারণে কাজিনরা একই সাথে আমাদের ফ্যামিলি এবং বেস্ট ফ্রেন্ড
by Fariha Rahman
১৮:২৪, ৭ মার্চ ২০২৩
কাজিনরা শুধু আমাদের নিকটস্থ ভাই/বোন নয় বরং সবচেয়ে কাছের বন্ধুও বটে। আমাদের অনেকেরই ছোটবেলার একটি বড় অংশ কেটেছে কাজিনদের সাথে। একসাথে বেড়ে উঠার কারণে তাদের সাথে আমাদের মধ্যে সম্পর্কটাও অনেক বেশি আপন। তাই যে ৮টি কারণে বলাই যায় যে আমাদের কাজিনরা শুধুমাত্র আমাদের পরিবারই নয় বরং অন্যতম কাছের বন্ধুও বটে।
১. ছোটবেলাটা একসাথে কাটানো হয় বলে একে অপরের সব খুঁটিনাটি জেনে যায়
২. বন্ধুরা খেলা শেষ হলেই বাসায় চলে যায় তবে কাজিনদের সাথে ২৪ ঘন্টা থাকার কারণে নিজেদের মাঝে অন্যরকম একটা স্পেশাল বন্ড তৈরি হয়!
৩. এমনকি আত্মীয় স্বজনের বিভিন্ন ঝামেলা এবং সমস্যাগুলো দুজনেরই কমন থাকে
৪. আর ঈদ, জন্মদিন, বিয়ে ইত্যাদি অনুষ্ঠান তো কাজিনদের ছাড়া একদম অকল্পনীয়!
৫. পারিবারিক সুখ-দুঃখের কথা বন্ধুদের সাথে শেয়ার করা না গেলেও, কাজিনদের সাথে করা যায়
৬. কাজিনদের সাথে যাচ্ছি বললে বাসা থেকে ঘুরতে যাওয়া কিংবা স্লীপ-ওভারের জন্য এক্সট্রা পারমিশন নিয়ে ঝামেলা হয় না
৭. কাজিনরা আছে বলেই বোরিং ফ্যামিলি দাওয়াতগুলো অত্যন্ত আনন্দের মনে হয়
SHARE THIS ARTICLE