টাকা সাশ্রয় করতে যেসব টিপস মেনে চলতে পারেন
by Nabila Faiza Islam
১৮:১২, ২৬ অক্টোবর ২০২৩
টাকা সাশ্রয় করার অভ্যাস সবারই থাকা উচিত। টাকা বাঁচানোর জন্য সহজ কিছু উপায় follow করলেই যথেষ্ট সাশ্রয় করা সম্ভব। কি সেই উপায় বা কাজগুলো এই লিস্ট থেকে জেনে নিন।
১. গ্রোসারি শপিং এর বাজেট অহেতুক কেনাকাটা না করে কমিয়ে আনতে পারেন।
২. বিদ্যুৎ বিল বা এনার্জি বিল সাশ্রয়ের জন্য চাইলে এসি কম ছাড়তে পারেন, এতে টাকা বাঁচবে।
৩. প্রতি মাসে ব্যাংকে একটা এমাউন্ট জমা করতে পারেন।
৪. বাইরের খাবার না খেয়ে বাসার খাবার খেয়ে সাশ্রয় করতে পারেন।
৫. যে জিনিসগুলো আর ব্যবহার করেন না বা কেনা হয়েছে কিন্তু ব্যবহার করেননি, সেগুলো বিক্রি করে দিতে পারেন।
৬. সুযোগ থাকলে DIY করে টাকা সাশ্রয় করতে পারেন।
SHARE THIS ARTICLE