যারা বাসায় ফ্রিল্যান্সিং করেন, তাদের জন্য ১০টি গুরুত্বপূর্ণ টিপস
by Bishal Dhar
১১:১৮, ২৩ আগস্ট ২০২২
বর্তমান সময়ে অন্যতম একটি জনপ্রিয় পেশা হচ্ছে ফ্রিল্যান্সিং, অনেকেই ৯-৫ টা অফিসের চেয়ে বাসায় বসে ফ্রিল্যান্সিং করাকেই প্রাধান্য দিচ্ছে। তবে বাসায় বসে কাজ করার সবচেয়ে বড় বাধা হচ্ছে, কাজ করার উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারা, কারণ বাসা তো আর অফিস নয়। তাই যারা ফ্রিল্যান্সিং পেশার সাথে যুক্ত আছেন তারা কিভাবে বাসায় নিজের জন্য পারফেক্ট ওয়ার্কস্পেস তৈরি করতে পারেন এবং কাজ করার সময় কি কি বিষয়ে খেয়াল রাখা উচিত রইলো সে সংক্রান্ত কিছু টিপস।
SHARE THIS ARTICLE
Previous article