Menu
menu-icon close
  • কস্কি মমিন

সহজে নষ্ট হয় না যে ৭টি খাবার

Thumbnail

by Bishal Dhar

২২:২৭, ২৩ নভেম্বর ২০২২

সহজে নষ্ট হয় না যে ৭টি খাবার

যেকোনো খাবারের মেয়াদ শেষ হয়ে গেলে সেই খাবারটি ফেলে দেওয়া ছাড়া আর কোন উপায় থাকে না, বেশিরভাগ খাদ্যদ্রব্যের ক্ষেত্রেই আমাদের লক্ষ্য থাকে মেয়াদের আগে কিংবা কিনে আনার পর যত দ্রুত সম্ভব সেটি খেয়ে ফেলা, কারণ যত সময় যায় খাবারের গুণগতমান ততই কমতে থাকে, তবে এই সূত্রটি সব খাবারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এমন কিছু খাদ্যদ্রব্য রয়েছে যেগুলো ঠিকভাবে সংরক্ষণ করলে খাওয়া যায় অনেক বছর পরেও, আজ জেনে নিন এমনই কিছু খাবার সম্পর্কে।

SHARE THIS ARTICLE