যেসব উপায়ে মশার উপদ্রব থেকে বাঁচতে পারেন
by Maisha Farah Oishi
২০:২১, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
মশার উৎপাতে আমাদের অনেকেরই প্রায় নাজেহাল অবস্থা হয়ে যায়। আজকে তাই মশা তাড়ানোর কিছু উপায় দেয়া হলো।
১. নারকেল তেল ও নিম তেল ১:১ অনুপাতে মিশিয়ে সারা শরীরে লাগান। এই গন্ধে মশা আপনার ধারে কাছে ঘেঁষবে না।
২. মশার লার্ভা মারতে তুলসি খুবই উপকারী। জানালার পাশে তুলসি গাছ থাকলেই বাড়িতে মশার উপদ্রব কমবে।
৩. মশা কর্পূর এর গন্ধ সহ্য করতে পারে না, তাই ঘরে কর্পূর জ্বালিয়ে রাখলে মশা চলে যাবে।
৪. লেবু কেটে ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গের পুরোটা গাঁথবেন, শুধুমাত্র লবঙ্গের মাথার দিকের অংশ বাইরে থাকবে। এরপর লেবুর টুকরোগুলো ঘরের কোণায় রেখে দিলে মশার উপদ্রব কমবে।
৫. রসুনের ঝাঁঝালো গন্ধে মশা চলে যায়। কয়েক কোয়া রসুন থেঁতো করে পানিতে ফুটিয়ে সারা ঘরে ছড়িয়ে দিন।
৬. একটি ছোট গ্লাসে একটু পানি নিয়ে তাতে ৫/৬টা পুদিনাপাতা রেখে দিলে দেখবেন, ঘরের সব মশা পালিয়েছে
৭. ব্যবহার করা চা-পাতা ফেলে না দিয়ে ভাল করে রোদে শুকিয়ে নিন। শুকনো চা-পাতা পোড়ানো ধোঁয়ায় ঘরের সমস্ত মশা, মাছি পালিয়ে যাবে
SHARE THIS ARTICLE