ফার্স্ট ডেটে যে ৭টি কাজ ভুলেও করবেন না
by Bishal Dhar
১১:৫৪, ২৮ ডিসেম্বর ২০২২
ফার্স্ট ডেটের ইম্প্রেশনের উপরই কিন্তু নির্ভর করে ব্যাপারটা এর পরে আর কতটুকু এগুবে, আর অধিকাংশ ক্ষেত্রেই আমরা প্রথমবার দেখা করার সময় নার্ভাস হয়ে সিচুয়েশন একদম লেজে-গোবরে বানিয়ে ফেলি। তাই ফার্স্ট ডেটে যদি সেইফ জোনে থাকতে চান, তবে এই কাজগুলো ভুলেও করবেন না
১. নীরব শান্ত কোন জায়গা ঠিক করুন, লাউড কোন জায়গা ঠিক করবেন না
২. বাস্তবজীবন আপনি রাক্ষস হলেও, প্রথম দেখাতেই তার সামনে খাবারের উপর রাক্ষসের মত ঝাঁপিয়ে পড়বেন না
৩. ইস্ত্রি ছাড়া জামাকাপড়? সিরিয়াসলি? আপনার ডেট তো এখানেই শেষ!
৪. দুজনের কারোর এক্স নিয়ে ভুলেও কথা তুলবেন না
৫. কোন কিছুতে আপনার এক্সের সাথে মিল পেলেও সেটা নিয়ে তুলনা করতে যাবেন না
৬. তার সামনে বসে মোবাইল নিয়ে গুতাগুতি করতে থাকবেন না
৭. নিজের ব্যাপারে অতিরিক্ত শো-অফ করতে গিয়ে নিজেকে ক্লাউন বানিয়ে ফেলবেন না
SHARE THIS ARTICLE