দৈনন্দিন জীবনের খরচ বাঁচাতে যে ১০টি টিপস Follow করতে পারেন
by Maisha Farah Oishi
১৭:৩১, ২৬ মার্চ ২০২৩
নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে, তবে এর মধ্যেও প্রতি মাসেই আমাদের এমন কিছু খরচ হয়, যেগুলো না করলেও চলে। হাতে টাকা থাকলে খরচের সব কারণই যে যুক্তিযুক্ত, তা কিন্তু নয়। একটু বুদ্ধি খাটালেই প্রতি মাসে কিছু টাকা বাঁচানো সম্ভব।
১. আরেকজনের দেখাদেখি অথবা শো-অফের জন্য অপ্রয়োজনীয় জিনিস কিনবেন না, এরকম অসুস্থ প্রতিযোগিতা থেকে দূরে থাকুন
২. শুকনো ও মুদি বাজার মাসে একবার এবং কাঁচাবাজার সপ্তাহে একবার করুন, বারবার কেনাকাটা না করে একবারে বেশি করে কিনলে সাশ্রয় হয়
৩. রেস্টুরেন্টে খাওয়া কমিয়ে দিন, এটি আপনার খরচ বাঁচানোর পাশাপাশি স্বাস্থ্য ও ওজনের জন্যও উপকারী
৪. আপনার প্রয়োজন নেই এমন শপিং রিলেটেড অ্যাপ, মেইল আনসাবস্ক্রাইব/আনইন্সটল করে দিন
৫. প্রতি মাসে একটি বাজেট ঠিক করে নিন এবং প্রতি সপ্তাহে খরচাপাতির হিসাব মিলিয়ে দেখুন
৬. পানি এবং বিদ্যুৎ বিলে যতটা সম্ভব লাগাম দিন
৭. বিভিন্ন জিনিসপত্র ফেলে না দিয়ে যতটা সম্ভব রিসাইকেল এবং রিইউজ করার চেষ্টা করুন
৮. খাদ্য অপচয় রোধ করুন, প্রয়োজনের বেশি রান্না বা বাজার করবেন না
৯. কিচেন গার্ডেন বা রসুই বাগান করতে পারেন, এতে শাকসবজি-ফলমূল এর কিছুটা খরচ কমে যায়
১০. স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য যানবাহন ব্যবহার না করে হাঁটুন অথবা সাইকেল চালান
SHARE THIS ARTICLE