Menu
menu-icon close
  • ভাল্লাগসে

যে বিষয়গুলো জানা থাকলে আপনার হোস্টেল লাইফ সহজ হয়ে যাবে

Thumbnail

by Bishal Dhar

১১:১৯, ২৩ আগস্ট ২০২২

যে বিষয়গুলো জানা থাকলে আপনার হোস্টেল লাইফ সহজ হয়ে যাবে

অন্য শহরে বা দেশের বাইরে পড়াশোনার সুবাদে আমাদের অনেককেই হোস্টেলে থাকতে হয়। অনেকের কাছে যাওয়ার আগে হোস্টেল লাইফ অনেকটা স্বপ্নের মতো, তবে একটা বিষয় মাথায় রাখবেন, হোস্টেল কিন্ত বাসা নয়, এখানে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, পাশাপাশি অনেকগুলো বিষয় জানা থাকতে হবে, তাহলেই দেখবেন আপনার হোস্টেল লাইফ অনেকটা সহজ হয়ে গিয়েছে, আজ জেনে নিন সেসব বিষয়গুলো।

১. দরকারি দামি জিনিসপত্র অবশ্যই লকারে রাখবেন, নাহলে দুইদিন পরে আর খুঁজে পাবেন না

২. রুমের সাথে অ্যাটাচড বাথরুম না থাকলে সকালে উঠার অভ্যাস করুন

৩. বন্ধুদের নিজের রুমে আড্ডা দেওয়ার জন্য না ডেকে নিজে বন্ধুদের রুমে যান

৪. রুমমেটের সাথে অবশ্যই ভালো সম্পর্ক বজায় রাখুন

৫. ওয়াশরুমে ঢুকেই প্রথমে আগে পানি আছে কিনা চেক করে নিবেন

৬. রুমে ব্যাকআপ কিছু খাবার-দাবার, যেমন ইনস্ট্যান্ট নুডলস, চিপস, বিস্কুট এসব রাখুন

৭. কোন অবস্থাতেই কারো সাথে নরম-শরম ভাব দেখাতে যাবেন না, হোস্টেলের লোকজন নরম পেলেই একদম জীবন ছারখার করে দিবে আপনার

SHARE THIS ARTICLE