একবার চুল পড়া শুরু হলে ছেলেদের যে ১০টি প্যারার মধ্য দিয়ে যেতে হয়
by Bishal Dhar
১৪:২৯, ৪ মে ২০২৩
ব্রেকআপ নিঃসন্দেহে কষ্টদায়ক, কিন্তু আপনার কি কখনও একদম গণহারে চুল পড়েছে, তাহলে ব্রেকআপের কষ্টকেও এর সামনে তুচ্ছ মনে হবে। একবার চুল পড়া শুরু হলে জলোচ্ছ্বাসের মতো একেও কোনভাবে থামানো যায় না। মহাযন্ত্রণার এই সময়ে প্রতিটি ছেলেকেই যেতে হয় অদ্ভুত কিছু প্যারার মধ্য দিয়ে!
১. সারাক্ষন শুধু “কিরে মাথা তো খালি হয়ে গেল, এবার বিয়ে কর!” শুনতে হয়
২. নিজের আগের ছবিগুলো দেখে বুকের ভেতরটা কেবল হাহাকার করে
৩. বহু কিছু ব্যবহার করেও দেখা যায়, চুল পড়া আর কমছে না
৪. অন্য কাউকে তার চুল পড়ার কথা বলে নিজের মনকে সান্ত্বনা দিতে হয়
৫. মাথায় চিরুনি চালালে কষ্টে সেদিকে তাকাতে ইচ্ছা করে না
৬. আয়নার সামনে গিয়ে নিজের দিকে তাকালে হতাশ লাগে
৭. আগে চুলের যত্ন না নেওয়ার জন্য সারাদিন মনে মধ্যে হা-হুতাশ চলতে থাকে
৮. সারাক্ষন বিভিন্ন মানুষের চুল বিষয়ক চিকিৎসা ও পরামর্শ শুনতে হয়
৯. নিজের চেয়ে বেশি বয়সী মানুষদের মাথা ভর্তি চুল দেখে কেবল কান্না আসে
১০. আর কয়েক বছরের মধ্যেই মাথায় একটা স্টেডিয়াম হয়ে যাবে এই চিন্তায় আরো ঘুম আসে না
SHARE THIS ARTICLE