সব বাংলাদেশি ছেলেদের জীবনেই যে দুঃখগুলো চিরন্তন
by Bishal Dhar
১৫:৪৫, ৭ মে ২০২৩
কখনও বাজার করে বাসায় গিয়ে মায়ের প্রশংসা শুনেছেন? শুনবেন না, কারণ বাংলাদেশি ছেলেদের জীবনে এটি স্বপ্নের মতো ব্যাপার। যত ভালো বাজারই করুন না কেন, মায়ের চোখে সেগুলো খারাপই হবে। বাংলাদেশি ছেলেদের জীবনে রয়েছে এমন আরও কিছু চিরন্তন দুঃখ, আজকের লিস্ট থেকেই মিলিয়ে দেখুন
১. নিজের করা বাজার মায়ের চোখে সবসময় খারাপই হয়
২. পারিবারিক কোন অনুষ্ঠান মানেই অলিখিতভাবে “কামলা” হয়ে যেতে হয়
৩. প্রেমিকা/বউ ঠিক কি কারণে রেগে যায়, সেটা বুঝতেই পারা যায় না
৪. বাইরে থেকে বাসায় আসার ঠিক পরপরই আবার বাজার থেকে কিছু না কিছু আনার দরকার হয়
৫. ছোটবেলায় নিজের ইচ্ছায় চুল বড় রাখা যায় না, আর বড় হওয়ার পর মাথা থেকে চুলই পড়ে যায়
৬. আড্ডা দেওয়ার বয়সে পকেটে টাকা থাকে না এবং যখন টাকা হয় তখন বন্ধুদেরই আর একসাথে পাওয়া যায় না
SHARE THIS ARTICLE