যেসব কারণে মনে হয় ছেলেদের জীবনটা একেবারে তেলে পরিপূর্ণ
by Bishal Dhar
১৯:০৮, ১৬ ডিসেম্বর ২০২২
প্রতিটা ছেলেই আসলে একেকটা তেলের খনি, কেন বললাম জানেন? বেঁচে থাকতে সারাজীবন তাদের মানুষজনকে এত তেল দিতে হয় যে, তেলের খনি না হলে সে তেলের যোগান দেওয়াটা বড়ই মুশকিল। অফিসের বস হোক কিংবা নিজের প্রেমিকা সবাইকে তেল দিতে দিতে তাদের জীবনটা পার হয়ে যায়, আজ তাই জেনে নিন কোন কারণগুলোর জন্য ছেলেদের জীবন তেলে পরিপূর্ণ।
১. প্রমোশনের জন্য বসকে তেল দিতে হয়
২. রাগ কমানোর জন্য সঙ্গীকে তেল দিতে হয়
৩. গ্রুপ প্রজেক্টে কাজ করানোর জন্য ক্লাশমেটকে তেল দিতে হয়
৪. ক্রাশকে পটানোর জন্য তার বান্ধবীকে তেল দিতে হয়
৫. নতুন কিছু কেনার জন্য বাবাকে তেল দিতে হয়
৬. বাবা-মায়ের কাছে নিজের দোষ ঢাকার জন্য ছোট ভাই বোনকে তেল দিতে হয়
৭. সময়মত টাকা দেওয়ার জন্য ক্লায়েন্টকে তেল দিতে হয়
৮. ট্রিট পাওয়ার জন্য বন্ধুকে তেল দিতে হয়
৯. ভার্সিটিতে র্যাগের হাত থেকে বাঁচতে সিনিয়রদের তেল দিতে হয়
SHARE THIS ARTICLE