Menu
menu-icon close
  • মাইরালা

দাড়ি শেভ করার পরবর্তী কয়েকদিন ছেলেদের যেসব প্যারা খেতে হয়

Thumbnail

by Bishal Dhar

১১:১২, ২৮ নভেম্বর ২০২২

দাড়ি শেভ করার পরবর্তী কয়েকদিন ছেলেদের যেসব প্যারা খেতে হয়

দাড়ি শেভ করার পরপর আয়নার দিকে তাকালে নিজেকে চিনতে নিজেরই কষ্ট হয়, আর শেভ করার পরবর্তী কয়েকদিন যার সাথেই দেখা হয়, কেমন যেন তার প্রথম প্রশ্ন থাকে “কি ভাইভা/ইন্টারভিউ ছিলো ন, এছাড়া বয়স কম লাগায় হুটহাট অনেকে তুমি করেও ডেকে বসার মত সমস্যা তো আছেই। আজ জেনে নিন ছেলেদের শেভ করার পরবর্তী সময়ে যে প্যারাগুলো খেতে হয় সেগুলোর সম্পর্কে

১. শেভ করার পরমুহূর্তে নিজেকে দেখে নিজেরই চিনতে কষ্ট হয়

২. হুট করে বয়স অনেক কমে যায় আর আয়নায় তাকালে নিজেকে বাচ্চা বাচ্চা লাগে

৩. বন্ধু-বান্ধবরা দেখলেই হাসাহাসি করতে থাকে

৪. যার সাথেই দেখা হয় জিজ্ঞেস করে- “কি ভাইভা/ইন্টারভিউ ছিলো নাকি?”

৫. কয়েকদিন মুখ একদম খালি খালি লাগে

৬. চেনা-জানা কারো সাথে দেখা হলেই কিছুক্ষণ কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে

৭. বয়স কম মনে হওয়ার কারণে অচেনা জুনিয়ররাও ‘তুমি’ করে ডেকে বসে!

SHARE THIS ARTICLE