Menu
menu-icon close

একটু ইমোশনাল হলেই ছেলেদের যেসব কথাবার্তা শুনতে হয়

Thumbnail

by Bishal Dhar

১০:১০, ৭ ডিসেম্বর ২০২২

একটু ইমোশনাল হলেই ছেলেদের যেসব কথাবার্তা শুনতে হয়

ইমোশনাল মানেই আমাদের দেশে মেয়ে, আর ছেলে মানেই তাকে শক্ত হতে হবে। যেকোন পরিস্থিতিকে কান্না এলেও মন খারাপ হলেও তাকে শক্ত থাকতে হবে, নাহলে আশপাশের মানুষ বলবে এমন মেয়েদের মত করিস না, কিন্তু ছেলেদেরও কান্না আসে, তাদেরও মন ভাঙ্গে, তারাও ইমোশনাল হয় আর এটা কোন অপরাধ না। যেসব ছেলেরা একটু ইমোশনাল তারাই বুঝবেন এদেশে নিজেকে লুকিয়ে সমাজের সাথে কি এক অসম যুদ্ধে তাদের রোজ নামতে হয়, আর কি কি শুনতে হয় তাদের।

১. এমন মেয়েদের মত করিস না

২. Be a man

৩. ছেলেরা এমন করেনা

৪. তুই এমন ভীতু কেন?

৫. এইসব নাটক বন্ধ কর

৬. থাক ওরে ঝাড়ি দিস না কাইন্দা দিবো

৭. তুমি অন্য ছেলেদের মত হতে পারোনা

৮. আমার ছেলেটা একটু নরম সরম

৯. ছেলে মানুষ হয়ে কেউ এমন করে

১০. মনটা আরেকটু শক্ত কর

SHARE THIS ARTICLE