Quiz: কুইজ খেলে জেনে নিন আপনার জন্য কোন কাজগুলো চ্যাটজিপিটি আরো সহজ করে দিবে!
by Nabila Faiza Islam
২১:০৮, ১৩ জুন ২০২৩
টেকনোলজির প্রোগ্রেসের কারণে আজকাল এমন অনেক কিছুই পসিবল যা আগে কখনো সম্ভব ছিল না। টেকনোলজির এক দুর্দান্ত নিদর্শন হলো চ্যাটজিপিটি, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আপনার কাজ আরো সহজ করে দিবে। চ্যাটজিপিটি ব্যবহারে আপনার জন্য কোন কাজগুলো আরো সহজ হয়ে যাবে? কুইজ খেলে জেনে নিন।
অবসর সময়ে কি করতে ভালোবাসেন?
মুভি দেখতে
গল্পের বই পড়তে
রুম গোছাতে
পেইন্টিং করতে
কোন কাজটা করতে আপনার একদমই ভালো লাগে না?
গোসল করতে
রান্না করতে
পড়ার বই পড়তে
কাপড় গোছাতে
বন্ধুদের সাথে টাইম Spend করার সময় কি করেন?
গসিপ করি
মুভি দেখি
লাউড মিউজিক শুনি
খাওয়াদাওয়া করি
সকালে ঘুম থেকে উঠলে কোন কাজটা করতে একদমই ভালো লাগে না?
মুখ ধোয়া
নাশতা খাওয়া
কাপড় বদলানো
চুল আঁচড়ানো
কোন কাজটা বেশি বেশি করতে মন চায়?
ওয়ার্ক আউট
খাওয়াদাওয়া
ঘুমানো
নেটফ্লিক্স বিঞ্জিং
মন খারাপ থাকলে, কোন কাজটি মন ভালো করার জন্য করেন?
বন্ধুদের সাথে কথা বলি
গান শুনি
প্রকৃতি দেখি
কবিতা লিখি
কাজ করার সময় অমনোযোগী হয়ে পড়লে মনোযোগ আনার জন্য কি করেন?
ঘুমিয়ে নিই
স্ন্যাক্স খাই
গান শুনি
মোটিভেশনাল স্পিকারের কথা শুনি
কোন কাজটাকে খুব কঠিন মনে হয়?
খাওয়া কমানো
পড়ালেখা করা
ঘর গোছানো
অংক করা
SHARE THIS ARTICLE
Previous article