Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • সেন্টি খাইলাম

Quiz: কুইজ খেলে জেনে নিন প্রিয় তিন গোয়েন্দা সিরিজের কত বড় ফ্যান আপনি

Thumbnail

by Fariha Rahman

২০:১২, ৭ নভেম্বর ২০২২

Quiz: কুইজ খেলে জেনে নিন প্রিয় তিন গোয়েন্দা সিরিজের কত বড় ফ্যান আপনি

তিন গোয়েন্দার কথা মনে আছে? ছোটবেলার সেই প্রিয় বই? কিশোর-মুসা-রবিনের সাথে শ্বাসরুদ্ধকর সেই সব অভিযান। বই মেলায় সেবা প্রকাশনীর স্টলের ভিড় ঠেলে নতুন বই কেনা, ক্লাসের ফাঁকে লুকিয়ে তিন গোয়েন্দা পড়া, বন্ধুদের সাথে বই অদল-বদল করা?  আমাদের ছোটবেলার একটা বড় অংশ জুড়ে আছে প্রিয় তিন গোয়েন্দা। ছোটোবেলার প্রিয় বইটির কথা নিজেকে মনে করিয়ে দেয়ার জন্য আজকের এই কুইজ। একদম সহজ প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেখুন তো তিন গোয়েন্দা বইগুলোর কথা কতটুকু মনে আছে আপনার?

তিন গোয়েন্দার অন্যতম শত্রু শুঁটকি টেরির আসল নাম কী ছিল?

টেরিয়ার মার্টিন 
টেরিয়ার ডয়েল
তিন গোয়েন্দা গল্পে, তাদের বন্ধু জিনার পোষা কুকুরের নাম কি ছিল?

রাফিয়ান
জনি 
তিন গোয়েন্দা সিরিজের পাহাড় চড়ায় ওস্তাদ বলে কাকে বর্ণনা দেয়া হতো?

কিশোর পাশা
রবিন মিলফোর্ড
ভিক্টর সাইমন হলেন _

প্রাইভেট গোয়েন্দা
রকি বীচ পুলিশ চীফ
তিন গোয়েন্দার হেডকোয়ার্টার ছিল কিশোরের চাচা রাদেশ পাশার একটি 

পরিত্যাক্ত মোবাইল ভ্যান
পরিত্যাক্ত গ্যারাজ
ছোটবেলায় `পাগল সংঘ` নামের কমেডি সিরিজে হাসির চরিত্রে অভিনয় করেছিলো কিশোর। সেখানে তার চরিত্রটি ছিলো -

পাগলা পাশা
মোটুরাম
  • কুইজ

  • Quiz: কুইজ খেলে জেনে নিন প্রিয় তিন গোয়েন্দা সিরিজের কত বড় ফ্যান আপনি

/

Correct

quiz

SHARE THIS ARTICLE