Quiz: কাচ্চির সাথে আপনার সম্পর্ক কেমন, সেটিই বলবে আপনার মনের বয়স কত
by Bishal Dhar
২০:৩১, ৭ নভেম্বর ২০২২
কাচ্চি ভালোবাসে না এমন মানুষ পাওয়া খুব দুস্কর, সামনে এক প্লেট গরম ধোয়া উঠা কাচ্চি আর তার মধ্যে উকি মারতে থাকা নরম আলু আর মাটন, উফ! কি স্বর্গীয় এক অনুভূতি সেটি। তবে সবার ভালোবাসা যে একরকম তা নয়, তাই আজ কাচ্চির সাথে আপনার সম্পর্ক আসলে কেমন সেটি বলে দিবে আপনার মনের বয়স কত?
কাচ্চি খেতে গেলে আপনি কোন কাজটা বেশি করেন?
সবসময় লেগপিস দিতে বলি
এক্সট্রা আলু চেয়ে নেই
চেটেপুটে প্লেটের ডিজাইন নষ্ট করে দেই
শুধু শুধু রাইস খেয়ে শেষে মাংস খাই
কাচ্চির সাথে আলুবোখারা কেমন লাগে?
কুব ট্যাশ
মোটামুটি
না ভালো লাগে না
এত খেয়াল থাকে না, ঐ সময় ভাই গপাগপ খাই
বিয়েশাদীর দাওয়াতে কাচ্চি না পেলে আপনার মনটা কেমন লাগে?
মনটা ভেঙ্গে খানখান হয়ে যায়
মাথা গরম হয়ে ধোয়া উঠতে থাকে
কেমন লাগবে আর, যা থাকে চুপচাপ তা খেয়ে চলে আসি
বাপ্পারাজ ব্রোয়ের মত লুকিয়ে কান্নাকাটি করি
যখন কেউ কাচ্চির সাথে মোরগ পোলাওয়ের তুলনা করে, তখন তাকে কি করতে মন চায়?
বাতিস্তা বোম্ব মারতে মন চায়
তাকে কাচ্চি কি জিনিস সেটা বুঝিয়ে বলি
কিছু করতে মন চায় না, অহেতুক গ্যাঞ্জাম ভালো লাগে না আমার
নিজের চুল ছিড়তে ইচ্ছা করে
কাচ্চিতে যদি আলু না থাকতো তবে কেমন হতো?
আলু ছাড়া কাচ্চি? WTF!!
এমন কাচ্চি রান্না করতো কে? আমাকে ঠিকানা দেন!
আলু থাকুক বা না থাকুক, কাচ্চি থাকলে আজ বসন্ত
জানি না, ভাবতেও চাই না এমন দুঃস্বপ্নের কথা
SHARE THIS ARTICLE