Quiz: কুইজটি খেললেই জানতে পারবেন আপনার নতুন কোন Skill শেখা উচিত
by Nabila Faiza Islam
১৯:৫২, ২৩ মার্চ ২০২৩
অবসর সময়ে আমরা নিজেদের ব্যস্ত রাখতে এমন অনেক কিছুই করি যা এন্টারটেইনিং। কিন্তু আমরা চাইলেই অবসর সময়ে এমন অনেক কাজ করতে পারি যা আমাদের নতুন কোনো স্কিল ডেভেলপ করতে সাহায্য করবে। নতুন স্কিল ডেভেলপ করে আমরা ওই বিষয়ে শুধু জানতেই পারি না বরং সেটাকে পেশা হিসেবেও নিতে পারি। কুইজটি খেলে জেনে নিন আপনার নতুন কোন স্কিলের উপরে কাজ করা উচিত।
আপনি অবসর সময়ে কি করতে পছন্দ করেন?
বই পড়তে
গান শুনতে
ছবি আঁকতে
নাচানাচি করতে
নিচের কোনটি আপনার ড্রিম জব?
Astronaut হওয়া
সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া
শিক্ষক হওয়া
Actor হওয়া
আপনার নিচের কোন কাজটি করতে একদমই ভালো লাগে না?
পেইন্টিং করতে
গান গাইতে
নাচানাচি করতে
বই পড়তে
আপনি কতো রকমের স্কিলস জানেন?
১-২ টি
৩-৫ টি
৬-৮ টি
আমার মধ্যে সব স্কিলসই আছে!
আপনি একটানা কোনো কাজ করার সময় মাঝখানে কতক্ষণের ব্রেক নেন?
৫-১০ মিনিট
১৫-২০ মিনিট
মিনিমাম আধা ঘন্টা
অন্তত ১ ঘণ্টা
আপনি একটানা কতক্ষণ ব্রেক ছাড়া কাজ করতে পারেন?
আধা ঘন্টা
১ ঘন্টা
যতক্ষণ কাজ শেষ না হয়
দুই ঘন্টা
SHARE THIS ARTICLE
Previous article