Quiz: কুইজটি খেলে জেনে নিন রোজার মাসে আপনার কোন ভালো কাজটি করা উচিত
by Nabila Faiza Islam
১২:২৫, ২ এপ্রিল ২০২৩
রোজার মাসে আমরা সবাই মোটামুটি চেষ্টা করি ভালোভাবে চলার। পুণ্যের এই মাসে আমরা ভালো কাজ আর নেক আমলে নিজেদের নিয়োজিত করি। এমন একটি মাসে ছোট ছোট ভালো কাজ করে আমরা সহজেই অনেক মানুষকে সাহায্য করতে পারি। কুইজ খেলে জেনে নিন রোজার মাসে আপনার কোন ভালো কাজটি করে মানুষের পাশে দাঁড়ানো উচিত।
রোজা রেখে কোন কাজটি আপনার বেশি করা হয়?
ঘুমানো
ইবাদত করা
বাসার কাজ করা
ক্লাস/কাজ করা
কোন কাজটি আপনার মনে হয় রোজা রাখলে করা উচিত না?
কাউকে কষ্ট দেওয়া
ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া খাওয়া
রোজা রেখেও নিজেকে সংযত না রাখা
যত্রতত্র আবর্জনা ফেলা
রোজার সময় আপনি কোন দোয়া কবুল হোক চান?
বাবা-মার নেক হায়াত
পরিবার পরিজনের সুস্থতা
অনেক ধনী হওয়া
জীবনে সুখী হওয়া
রোজার সময় কোন লাইফস্টাইল হ্যাবিট আপনি বর্জন করেন?
অতিরিক্ত ঘুমানো
অতিরিক্ত তেল-চর্বি খাওয়া
অহেতুক রাত জাগা
অপরিষ্কার থাকা
রোজা শেষ হলে আপনি ঈদ করতে কোথায় যান?
যেখানে আছি, সেখানেই থাকি
দেশের বাইরে
দাদাবাড়ি
নানাবাড়ি
রোজায় আপনার কোন সময়টায় ক্ষুধা বেশি লাগে?
লাগে না তেমন একটা
সকালে
দুপুরে
ইফতারের ঠিক আগে আগে
SHARE THIS ARTICLE
Previous article
যেসব অদ্ভুত কর্মকান্ড শুধুমাত্র রমজানেই দেখা যায়
Next article