Quiz: কুইজটি খেললেই আমরা বলে দেবো আপনার Barbie ট্যাগলাইন কি!
by Sunehra Azmee
১৭:০৩, ১৬ এপ্রিল ২০২৩
সম্প্রতি রিলিজ হয়েছে নতুন Barbie মুভির পোস্টার, যেখানে দেখা যাচ্ছে প্রত্যেক Barbie-এর নিজস্ব ট্যাগলাইন যা নিয়ে ইন্টারনেটে চলছে তোলপাড়! আপনারও নিশ্চয়ই ইচ্ছা হচ্ছে নিজের Barbie ট্যাগলাইনটা জানার, তাই না? সেই ইচ্ছা পূরণ করতেই আমাদের আজকের আয়োজন, কুইজটি খেলে এখনই জেনে নিন আপনার পার্সোনালিটির সাথে ম্যাচ করা আপনার Barbie ট্যাগলাইন!
ঘুমের বিষয়ে আপনার মতামত নিচের কোনটির সাথে মিলে যায়?
আমি পারলে দিনরাত চব্বিশ ঘন্টা শুধু ঘুমাতাম
এই জীবনে ঘুম তো একটা বিলাসিতা
৭-৮ ঘন্টা ঘুমানোই যথেষ্ট, এর চেয়ে বেশি/কম কোনটাই ভালো না
ঘুমের সাথে এই কুইজের সম্পর্ক কী?
বাইরে ঘোরাঘুরির ক্ষেত্রে আপনার সাথে নিচের কোনটি মিলে যায়?
সবসময় ঘোরাঘুরির প্ল্যান আপনিই করেন
বাসায় থাকতেই আপনার বেশি ভালো লাগে
বাইরে ঘুরতে যাওয়ার কথা উঠলেই আপনি এক পায়ে রাজি
উৎসব-অনুষ্ঠানের ক্ষেত্রে আপনার জন্য ঘোরাঘুরি চলেই
আপনার কাউকে অনেক ভালো লাগলে আপনি নিচের কোনটি করবেন?
তার থেকে একশ হাত দূরে থাকা শুরু করবেন
তাকে ব্যাপারটা সরাসরি বলে দিবেন
প্রেম-ভালোবাসা সব আজাইরা জিনিস বলে
উড়িয়ে দিবেন
“দূর হতে আমি তারে সাধিব” গাইবো
আপনার প্রচন্ড রাগ উঠলে আপনি নিচের কোনটি করে থাকেন?
চুপচাপ নিজের মতো থাকেন
ঘুমিয়ে যান
চিৎকার-কান্নাকাটি করেন
শান্ত থাকার চেষ্টা করেন
আপনি অ্যাসাইনমেন্ট পাওয়ার পর কি করেন?
সাথে সাথে সেটার উপর কাজ করা শুরু করে দেন
সাবমিশনের ডেডলাইন পর্যন্ত সেটাকে তুলে রেখে দেন
প্রতিদিন অল্প অল্প করে শেষ করার চেষ্টা করেন
ডেডলাইন পার হয়ে যাওয়ার পরও কমপ্লিট করেন না
আপনার প্রতিদিনের রুটিনে কোন জিনিসটা থাকতেই হয়?
চা
কফি
কোক
চিপস
SHARE THIS ARTICLE
Previous article
ছোটবোন থাকলে বড়ভাইদের যে ঝামেলাগুলো পোহাতেই হয়
Next article