কাছের কোনো বন্ধু যখন আপনার প্রেমে পড়ে যায়, তখন যে ব্যাপারগুলো ঘটে
by Sunehra Azmee
১৫:১১, ১৬ মে ২০২৩
একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না এটা যেমন একটা ভুগিচুগি কথা, ঠিক তেমনই এমন অসংখ্য উদাহরণও আছে যেখানে বন্ধুত্বের আড়ালে ভালোবাসা লুকোচুরি খেলে। এইরকম ক্ষেত্রে সিচুয়েশন কেমন হয়, চলুন তা দেখে নেয়া যাক।
১. আপনার অগোচরে তাকে আপনার দিকে তাকিয়ে থাকতে দেখা যায়
২. আপনার এক কলেই সে দিন-দুনিয়া ছেড়ে আপনার কাছে এসে পড়ে
৩. অন্যান্য মানুষদের সাথে আপনি কথা বললে, তাকে জেলাস ফিল করতে দেখা যায়
৪. নিজের সিঙ্গেল লাইফ নিয়ে হা-হুতাশ করে আপনার মতো কাউকে খুঁজে দিতে বলে
৫. আপনাকে যাবজ্জীবন সিঙ্গেল থাকতে উৎসাহিত করে।
৬. “অনেকদিন ধরে তোকে একটা কথা বলব বলব ভাবছি”- বলার পরে আর কিছু বলে না!
৭. ফ্রেন্ডশিপ থেকে পিরিত মার্কা পোস্ট তাদের স্টোরিতে দেখতে পাওয়া যায় অহরহ
SHARE THIS ARTICLE