এক্সাম বা জব ইন্টারভিউ পার না করতে পারলে যেরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়
by Nabila Faiza Islam
১০:১২, ১৯ মে ২০২৩
এক্সাম বা জব ইন্টারভিউ পার না করতে পারলে আমাদের অনেক কথাই শুনতে হয়। কিন্তু বাস্তবে সব এক্সাম বা জব ইন্টারভিউ ভালো হয় না। এক্সাম বা জব ইন্টারভিউ ক্লিয়ার না করতে পারলে আমাদের কি কি পরিস্থিতি ফেস করা লাগে? দেখে নিন এখনই।
১. পাড়া প্রতিবেশীর কথা উঠতে বসতে শুনতে হয়
২. ঘণ্টার পর ঘণ্টা বাবা-মায়ের লেকচার শুনতে হয়
৩. নিজের কাছেই নিজেকে অযোগ্য মনে হয়
৪. নিজেকে আশ্বাস দিয়ে আর অন্যের সান্ত্বনা নিয়ে মনকে বুঝাতে হয়
৫. রিলেটিভদের একটার পর একটা প্রশ্নের জবাব দিতে হয়
৬. হতাশা আর আশাহীনতার অনুভূতি যেন দ্বিগুণ হয়ে যায়
SHARE THIS ARTICLE
Next article