Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • মাইরালা

যে ১৪টি লক্ষণ প্রমান করে আপনি একজন কঠিন গানপাগল মানুষ

Thumbnail

by Bishal Dhar

১৭:৪৬, ২১ জানুয়ারি ২০২৩

যে ১৪টি লক্ষণ প্রমান করে আপনি একজন কঠিন গানপাগল মানুষ

গান শুনতে ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। তবে কিছু মানুষের গানের সাথে ভালোবাসা একটু বেশিই। সকাল, বিকাল, রাত, দুপুর সারাক্ষণ কানে হেডফোন গুজে হোক কিংবা কম্পিউটারের স্পিকারে, গান শুনতে এদের কাছে কখনোই বিরক্ত লাগে না। আপনিও যদি এমন একজন মিউজিক লাভার হন, তাহলে আজকের এই তালিকাটি আপনার জন্যেই।

১. দিনের একটা সময় আপনি শুধু পছন্দের গান শোনার জন্যই বরাদ্দ রাখেন

২. নতুন সব ভালো গান দিয়ে আপনার প্লেলিস্ট সব সময় আপডেটেড থাকে

৩. বাথরুম গেলেও ইয়ারফোন আপনার সাথেই থাকবে, ইয়ারফোন ছাড়া আপনার চলেই না

৪. অনেক গান যেগুলো আপনি বছরের পর বছর শুনেও বিরক্ত হন না, কারণ এগুলোর সাথে আপনার অনেক স্মৃতি আছে

৫. গান শোনার সময় আপনি অন্য দুনিয়াতে চলে যান

৬. পছন্দের আর্টিস্ট কে জিজ্ঞেস করলে আপনার মাথায় গ্যাঞ্জাম লেগে যায়, কারন এত যে বলে শেষ হবে না

৭. অফিসে গান শুনলেই একমাত্র আপনার কাজের মুড আসে

৮. রিপিটে দিয়ে একটা গান ঘন্টার পর ঘন্টা শোনা আপনার জন্য ডালভাত

৯. পছন্দের গান অন্য কেউ ছাড়লে আপনি খুশিতে ঠ্যালায় কি করবেন ভেবে পান না

১০. অনেক সময় নিজের পছন্দের গান বন্ধুদের জোর করে শোনান

১১. নিজের প্রিয় শিল্পীর কনসার্টে একা যেতেও কোন আপত্তি নেই আপনার

১২. মানুষের প্লেলিস্ট বা পছন্দের শিল্পীর তালিকা দেখে আপনি তাকে বিচার করেন

১৩. নিজের প্রিয় গানকে কেউ খারাপ বললে আপনি তার জান কবজ করে ফেলেন

১৪. যারা গান পছন্দ করে না বা শোনে না তাদের থেকে আপনি নিজের ধারে কাছে ঘেষতে দেন না

SHARE THIS ARTICLE