যে ৮টি পরিস্থিতিতে শত চেষ্টা করেও আমরা মাথা ঠান্ডা রাখতে পারি না
by Bishal Dhar
১৬:০৪, ২১ সেপ্টেম্বর ২০২২
মাথা গরম করা মোটেও কাজের কথা না, কোন কারণে মাথা গরম হয়ে গেলে পরে নিজেই আবার সেটা নিয়ে আমরা হা-হুতাশ করি। অন্যকে মাথা ঠান্ডা রাখার জ্ঞান দিলেও কিছু কিছু পরিস্থিতি থাকে, যখন নিজেরাও চাইলে মাথা ঠান্ডা রাখতে পারি না
১. যখন বুয়া ঘর থেকে যাওয়ার সময় ফ্যান চালু করে যায় না
২. যখন না বলে কেউ আমার জিনিসে হাত দেয়
৩. যখন পরিবার নিয়ে কেউ উলটাপালটা কথা বলে
৪. যখন বাসায় সবজি রান্না করা হয়
৫. যখন কোন বন্ধু ৫ মিনিটের কথা বলে আধাঘন্টা দাড় করিয়ে রাখে
৬. যখন কোন কিছু ডাউনলোড হতে হতে ৯৯% এসে ক্যান্সেল হয়ে যায়
৭. যখন রিকশাওয়ালা মামা ডাবলেরও বেশি ভাড়া চায়
৮. যখন ছুটির দিনেও কাজ করতে বলা হয়
SHARE THIS ARTICLE