Menu
menu-icon close
  • মাইরালা

ক্রিয়েটিভ সেক্টরে কাজ করা মানুষদের প্রায়ই যে ১০টি কথা শুনতে হয়

Thumbnail

by Bishal Dhar

১৬:৪৯, ২৮ অক্টোবর ২০২২

ক্রিয়েটিভ সেক্টরে কাজ করা মানুষদের প্রায়ই যে ১০টি কথা শুনতে হয়

কেউ যদি মনে করেন, আগে গৎবাঁধা নিয়মের বাইরে গিয়ে অর্থাৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা ৯-৫টা চাকরিতে না ঢুকে শিল্প সাহিত্য নিয়ে নিজের ক্যারিয়ার গড়তে চাইলে হাজারো কথা শুনতে হতো আর এখন শুনতে হয় না, তবে আপনি ভুল। যুগ পাল্টেছে বটে, পাল্টেছে আরো অনেক কিছুই, কিন্তু এই একটা ব্যাপার এখনও পাল্টায়নি, কারণ এখনও কেউ যদি নিজের প্যাশন হিসেবে ক্রিয়েটিভ সেক্টরকে বেছে নেয়, তাহলে সমাজে তাকে দেখা হয় অনেকটা বাঁকা চোখে, মানে পুরোপুরি এলিয়েন! উনি এই গ্রহেরই কেউ না।

১. গান বাজনাতো করো বুঝলাম, এমনি কাজ কি করো?

২. কি হবে এসব করে বলো?

৩. এসবের জন্য লেখাপড়া করাইছিলাম তোরে?

৪. শিল্পী মানুষ মদ গাজাতো একটু আধটু খায়ই

৫. এগুলা আমাদের জন্য না বড়লোকদের জন্য বুঝলেন?

৬. অনেকতো এসব হলো এবার একটু চাকরি-বাকরি হোক

৭. এসবে কিন্তু জীবন চলবে না

৮. একটা গান শুনাও তো/একটা ফ্রি ছবি একে দিয়েন তো?

৯. শিল্পীরা একটু অগোছালো না থাকলে কি হয় নাকি?

১০. এইটুকু কাজের জন্য এত চার্জ?

SHARE THIS ARTICLE