Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • মাইরালা

যাদের বাসায় Pet আছে, তাদের জন্য যে ব্যাপারগুলো ভীষণ রিলেটেবল

Thumbnail

by Nabila Faiza Islam

০৯:৩৯, ২৮ মে ২০২৩

যাদের বাসায় Pet আছে, তাদের জন্য যে ব্যাপারগুলো ভীষণ রিলেটেবল

বাসায় কোনো pet বা গৃহপালিত পশুপাখি থাকলে pet owners রা অনেক ধরনের সিচুয়েশন ফেস করতে পারে। সেই সিচুয়েশনগুলো হতে পারে হাস্যকর  বা বিরক্তিকর। আপনি যদি একজন pet owner হন, তাহলে আপনি নিচের অনেক অভিজ্ঞতার সাথে রিলেট করতে পারবেন।

১. কুকুর বা বিড়ালের লোম বা পশম সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। 

২. যে-ই বাসায় আসে সে-ই আপনাকে জিজ্ঞেস করে আপনার পোষা প্রাণী কি মেয়ে নাকি ছেলে। 

৩. বাসায় যারা আসে তারা আপনার pet -কে নিজের মনে করে আদর করে। 

৪. তারা আপনার পোষা প্রাণীকে এটা সেটা খাওয়াতে চায় 

৫. কয়েকজন আবার আপনার পোষা প্রাণী দেখে ভয়ও পেতে পারে অথবা বিরক্তিকর প্রশ্নও করতে পারে 

৬. অনেকেই বলবে, বাসায় আবার আলগা ঝামেলা হিসেবে pet কেন রাখতে হবে। 

SHARE THIS ARTICLE