এই ৭টি ঘটনা আপনার সাথে ঘটলে বুঝবেন দোষটা আপনারই
by Efter Ahsan
১৬:৫২, ৩০ আগস্ট ২০২২
কোনো কিছু আমাদের মন মতো না হলেই আমরা “ব্লেম গেইম” শুরু করে দেই। কে কার উপর দোষ চাপাইতে পারে তা নিয়ে একটা কম্পিটিশন শুরু হয়ে যায়। কিন্তু এই কম্পিটিশনে জেতার জন্য কেউ নিজের ভুলটা দেখতে চায় না। অথচ এই ঘটনাগুলো আপনার সাথে ঘটলে বুঝে নিতে হবে যে, দোষটা কিন্তু আপনারই!
১. যখন টিমওয়ার্ক-এ অন্য সবাই ঠিকমতো কাজ করার পরেও আপনার টিম ভাল কিছু করতে পারে না
২. যখন একেকজনের কাছে একেকভাবে সাফাই গেয়েও কোনো সুবিধা করতে পারেন না
৩. যখন ভিকটিম কার্ড ছাড়া অন্য কোনো কার্ড গেইমেই আপনি পারদর্শী হয়ে উঠতে পারেন না
৪. যখন আপনার সাপোর্টে অন্যদেরকে কথা বলানোর জন্য আগে আপনাকে সবসময় একগাদা কথা খরচ করতে হয়
৫. যখন আপনি কোনো কিছুতেই নিজের কোনো দোষ খুঁজে না পান
৬. যখন আপনার “Most Frequently Asked Question” এর লিস্টে “আমি আবার কি করলাম?” সবসময় উপরের দিকে থাকে
৭. যখন আপনি ছোটবেলা থেকে ছোটখাট দোষ ত্রুটি করে শাসন না পেয়ে দোষ করাটাকে ফর গ্র্যান্টেড নিয়ে নেন এবং বড় হয়েও সেই প্র্যাকটিস আপনার মধ্যে রয়ে যায়
SHARE THIS ARTICLE