যে ৮ ধরনের মোবাইল ফোন ইউজার আমাদের সবার চেনা
by Maisha Farah Oishi
১৭:৩১, ৩০ মে ২০২৩
ফোন যে আমাদের জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাতে কোন সন্দেহ নেই। আর আমাদের আশেপাশে নানান ধরনের যেসকল ফোন ইউজার আছে, তাদের নিয়ে আজকের এই লিস্ট।
১. যারা ফোনে মাকড়সার জালের চেয়েও কঠিন প্যাটার্নের পাসওয়ার্ড দিয়ে রাখে!
২. যাদের ফোনে স্ক্রিন কখনোই অক্ষত অবস্থায় থাকে না, সবসময়ই ফাটা থাকে
৩. যারা ফোনে কথা কম বলে, আর গেম বেশি খেলে
৪. যারা ফোনে দুনিয়ার সব ধরনের অ্যাপ ইন্সটল করে রাখে
৫. যারা ফোনকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। মানে, রং=বেরঙের ব্যাক কভার, স্ক্রীন প্রটেক্টর দিয়ে একদম যত্ন করে রাখে
৬. যারা বারবার ফোন হারিয়ে ফেলে। মানে, এখানে সেখানে ফোন রেখে ভুলে যায়
৭. যারা একসাথে দুইটা ফোন ইউজ করে। একটা বেশি দামি, আরেকটা অল্প দামি
৮. যারা সারা জীবন ফোনটাকে সাইলেন্ট মোডে রেখে দেয়, কখনোই তাদের রিংটোন শুনতে পাওয়া যায় না
SHARE THIS ARTICLE