Menu
menu-icon close
  • কস্কি মমিন
  • ভাল্লাগসে

আপনি যখন পরিবারের মেজো সন্তান, তখন এই ৮টি অভিজ্ঞতা আপনার খুব পরিচিত

Thumbnail

by Bishal Dhar

২০:৫৩, ১০ ফেব্রুয়ারি ২০২৩

আপনি যখন পরিবারের মেজো সন্তান, তখন এই ৮টি অভিজ্ঞতা আপনার খুব পরিচিত

পরিবারের বড় সন্তানরা হয় লিডারের মতো, আর ছোটরা থাকে সবার আদরের, আর মেজো জন? সে কি তবে? মেজোরা কি নদীর জলে ভেসে এসেছে। পরিবারের মেজো সন্তানরাই বোধ হয় পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষদের দলের লোকজন। আপনিও কি মেজো সন্তান? তাহলে এই তালিকাটি আপনার জন্য!

১. বড় আর ছোটরা এত অ্যাটেনশন নিয়ে নেয়, মাঝে মধ্যে আপনার মনে হয় আপনাকে পালক আনেনি তো

২. আপনি সেদিনটা কোনদিনই ভুলতে পারবেন না যেদিন আপনার ছোট ভাই/বোন জন্মেছিল। কারণ তার আগে আপনিই ছোট ছিলেন এবং সেদিন থেকেই আপনার মিডল চাইল্ড স্ট্রাগল শুরু

৩. কারো অত নজর না পড়ায় ছোটকাল থেকেই আপনি খাচাছাড়া পাখি

৪. বড়রা “প্রথম সন্তান” আর ছোটরা “সবার আদরের” খেতাব পায়, অথচ আপনার জন্য তেমন কিছু বরাদ্দ নেই

৫. সবার অ্যাটেনশন পেতে আপনাকে বেশ বেগ পেতে হয়, খুব ভালো বা খারাপ কিছু করলেই সবার হঠাৎ মনে পড়ে যে পরিবারে আপনিও আছেন

৬. আপনার উপরে বাবা মায়ের স্বপ্ন পূরণের চাপও থাকে একটু কম

৭. নিজের রুম বলে আপনার কিছু নেই, তবে আপনার বড়দের ছিল

৮. বড় আর ছোটদের মাঝে গ্যাঞ্জাম মেটাতে মেটাতেই আপনার জীবন চলে যায়

SHARE THIS ARTICLE