Menu
menu-icon close

এলাকার ক্রিকেট খেলায় যে ৮ ধরণের খেলোয়াড়ের দেখা আপনি পাবেনই

Thumbnail

by Bishal Dhar

১৮:০৬, ১৯ নভেম্বর ২০২২

এলাকার ক্রিকেট খেলায় যে ৮ ধরণের খেলোয়াড়ের দেখা আপনি পাবেনই

ক্রিকেট আমাদের বাংলাদেশিদের জীবনে অনেক বড় একটা বিষয়, মাঠের জাতীয় দলের খেলা হোক কিংবা এলাকায় গলির ক্রিকেট, সবগুলোতেই আমরা একটু বেশিই সিরিয়াস। তাই এদেশে বেড়ে ওঠা কিন্তু গলিতে ক্রিকেট খেলেনি এমন মানুষ বোধহয় খুব একটা খুঁজে পাওয়া যাবে না। আর ক্রিকেট খেলতে গিয়ে আমরা সবাই-ই মোটামুটি কমন কিছু চরিত্রের দেখা পাই, আজ তাদের নিয়েই এই লিস্ট-

১. ব্যাট ওনার – নিজের ব্যাট আছে বলে সব সময় আগে ব্যাটিং

২. লাইফটাইম কিপার – অন্য যা কিছুই ভালো পারুক না কেন, এদের কিপিংই করতেই হবে

৩. দুধভাত – না পায় ব্যাটিং না পায় বলিং, এরা শুধু পায় ফিল্ডিং

৪. লাইফটাইম ক্যাপ্টেন – সাধারণত বড় ভাইরা এই রোল প্লে করে

৫. বল ফাইন্ডার – বল চিপায় চাপায় হারানোর পর কেউ খুঁজে না পেলেও ইনি ঠিকই খুঁজে পায়

৬. প্রেমিক ক্রিকেটার – শুধুমাত্র প্রেমিকার বাড়ির সামনের বাড়িতে খেললেই ইনি খেলতে আসেন

৭. পক্ষপাতী আম্পায়ার – এরা খেলে কম আম্পায়ারগিরি করে বেশি এবং অবশ্যই তা নিজের টিমের হয়ে

৮. গ্লাস ব্রেকার – এরা খেলতে নামলেই মানুষের বাড়ির গ্লাস কিংবা গাড়ির গ্লাস ভাঙ্গবেই

SHARE THIS ARTICLE