মুভি-সিরিজ না দেখা পাবলিকদের জন্য যে ৭টি ব্যাপার ভীষণ রিলেটেবল
by Maisha Farah Oishi
১৮:২৭, ১৭ মার্চ ২০২৩
আজকাল মুভি-সিরিজ দেখাটাও কেমন যেন একটা ট্রেন্ডের মতো হয়ে দাঁড়িয়েছে। আর যারা সাধারণত মুভি-সিরিজ দেখে না, তাদেরকে এজন্য মাঝে মধ্যে কিছুটা প্যারার মধ্যে দিয়েও যেতে হয়।
১. কোন মুভি অথবা সিরিজ নিয়ে যখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবখানে অতিরিক্ত মাতামাতি চলে, তখন বেশ বিরক্ত লাগতে থাকে
২. আশেপাশের বন্ধু-বান্ধব এবং অন্যরা যখন কোন মুভি/সিরিজ নিয়ে তুমুল আলোচনা করে, তখন নিজেকে একদম আউটসাইডার লাগে
৩. কেউ যখন জানতে পারে আপনি মুভি-সিরিজ কিছু দেখেন না, তখন এমন ভাব করে যেন আপনি এলিয়েন
৪. বন্ধুবান্ধবরা প্রায়ই আপনাকে বিভিন্ন মুভি আর সিরিজের নাম সাজেস্ট করে দেখার জন্য প্যারা দিতে থাকে
৫. কখনো চাপে পড়ে কিছু দেখতে বসলেও কিছুক্ষণের মধ্যেই আপনার ভীষণ বোরিং লাগতে থাকে
৬. কোন মুভি/সিরিজই আপনি শুরু করার পর আর শেষ করতে পারেন না
৭. দুনিয়াজুড়ে মানুষের মুভি আর সিরিজ নিয়ে এমন পাগলামির কারণ আপনি একদমই বুঝেন না!
SHARE THIS ARTICLE