বাবার সাথে যে ৮টি মুহূর্ত হরর সিনেমার চেয়েও বেশি ভয়ংকর
by Bishal Dhar
২৩:১৮, ১৭ জুন ২০২৩
বড় হওয়ার সাথে সাথে বাবা এবং আমাদের দূরত্ব অনেকটাই কমে যায়, একইসাথে অনেকটা ভয়ও কমে। তবে কিছু ব্যাপারে বাবারা সারাজীবনই ভয়ংকর, যেমন রাত করে বাসায় ফেরার পর তাদের মুখোমুখি হলে কিংবা ফোন সাইলেন্ট থাকার কারণে তাদের কল ধরতে না পারলে আমাদের সবার আত্মাই কিছুক্ষনের জন্য কোমায় চলে যায়। আজ জেনে নিন বাবাদের সাথে আমাদের এমনই কিছু মুহূর্ত সম্পর্কে, যেগুলো হরর সিনেমার থেকেও বেশি ভয়ংকর!
১. পরীক্ষায় কম নাম্বার পাওয়ার পর বা ফেল করার পর যখন রেজাল্ট কার্ডে তার সাইন নিতে যেতে হয়
২. সিগারেট খেতে গিয়ে কোন কারণে যখন বাবার কাছে ধরা খেয়ে যেতে হয়
৩. বাবার মেজাজ গরম থাকা অবস্থাতেই যখন টাকা দরকার হয়
৪. রাস্তায় নিজের বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ডের সাথে থাকা অবস্থায় যখন তার সাথে দেখা হয়ে যায়
৫. পকেট থেকে সাইলেন্ট ফোন বের করে যখন তাতে বাবার ১০টা মিসকল দেখা যায়
৬. যখন রাত করে বাসায় ফিরে সরাসরি বাবার সামনেই পড়তে হয়
৭. যখন বাবাকে আমার জন্য কারো কাছে থেকে কথা শুনতে হয়
৮. স্কুল/কলেজ/ইউনিভার্সিটিতে যখন আমার কোন ঝামেলার জন্য তাকে সেখানে ডাকা হয়
SHARE THIS ARTICLE