Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • সেন্টি খাইলাম

যারা ভীষণ Shy স্বভাবের, তাদের জন্য যে ৭টি ব্যাপার খুবই রিলেটেবল

Thumbnail

by Maisha Farah Oishi

১৩:১৫, ১৬ মার্চ ২০২৩

যারা ভীষণ Shy স্বভাবের, তাদের জন্য যে ৭টি ব্যাপার খুবই রিলেটেবল

আপনি যদি মানুষ হিসেবে shy স্বভাবের হন, তাহলে আপনার জীবনে স্ট্রাগলের কোন কমতি নেই এবং সেটা সহজে অন্যদের সামনে আপনি প্রকাশও করতে পারেন না। সেরকম কিছু স্ট্রাগল নিয়েই আজকের এই লিস্ট।

১. মানুষের সাথে eye contact রেখে কথা বলা এক অন্যরকম স্ট্রাগল

২. পাবলিক স্পিকিং আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ

৩. কারো উপর ক্রাশ খাওয়া মানে, তাকে শুধু দূর থেকেই দেখে যাওয়া!

৪. অচেনা মানুষদের সামনে মন ভরে খাওয়া-দাওয়া করতেও লজ্জা পাওয়া

৫. কখনো কোন জরুরি প্রশ্ন থাকলেও, নিজে আগ বাড়িয়ে সেটা জিজ্ঞেস করতে না পারা

৬. কেউ কোন প্রশংসা করলে, মনে মনে খুশি হলেও লজ্জায় লাল হয়ে যাওয়া

৭. চক্ষুলজ্জার কারনে মানুষকে সহজে ‘না’ বলতে না পারা

SHARE THIS ARTICLE