কুরবানীর ঈদে যে ৬ ধরনের ক্লান্তিকর অভিজ্ঞতার মুখোমুখি আপনাকে হতেই হবে
by Efter Ahsan
২০:৪২, ২৬ জুন ২০২৩
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তবে কুরবানির ঈদের ব্যাপারটা একটু অন্যরকম, কারণ এই ঈদের আনন্দের সাথে ক্লান্তি ফ্রি! তবে এটা সত্য যে কোরবানির আনন্দ পুরোপুরি উপভোগ করতে চাইলে এইটুকু ক্লান্তি আপনাকে মেনে নিতেই হবে!
১. গরু শোয়ানোর সময় – ঈদের দিন ক্লান্তির প্রথম ধাক্কাটাই আসবে কোরবানির গরু ধরে শোয়ানোর সময়!
২. মাংস কাটার পর – কোরবানী করার পর থেকে শুরু করে মাংস কেটে, সাইজ করতে করতেই এই ক্লান্তি এসে যাবে
৩. ভুঁড়ি পরিষ্কার করার ক্লান্তি – গরুর ভুঁড়ি পরিষ্কার করা ঈদের সবচেয়ে ক্লান্তিকর কাজগুলোর একটি। তাই যারা এই কাজ করবেন তাদের ক্লান্ত হওয়ার জন্য এই একটা কাজই যথেষ্ট
৪. মাংস ডিস্ট্রিবিউশনের সময় – আত্মীয় -স্বজন কিংবা প্রতিবেশীদের বাসায় বাসায় গিয়ে মাংস দিয়ে আসতে গিয়েই এই ক্লান্তি চলে আসবে
৫. রান্নাবান্না করার ক্লান্তি – কোরবানির ঈদে বেশি বেশি রান্নাবান্নার চাপ থাকে। ফলে বিভিন্ন আইটেম রান্না করতে গিয়ে ক্লান্তিও এসে পড়ে
৬. এবং ইচ্ছামত গোশত খাওয়ার পর – কোরবানির গোশত রান্না হওয়ার পর মজা করে খেতে খেতেই চলে আসবে এই আত্বতৃপ্তির ক্লান্তি!
SHARE THIS ARTICLE