Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • মাইরালা

যখন ফাইনালি ক্রাশের সাথে প্রেম শুরু হয়, তখন যেসব ব্যাপার ঘটে

Thumbnail

by Sunehra Azmee

১৮:২০, ২৬ জুন ২০২৩

যখন ফাইনালি ক্রাশের সাথে প্রেম শুরু হয়, তখন যেসব ব্যাপার ঘটে

জীবনে ক্রাশ একটা সবারই থাকে আর সেই ক্রাশকে নিয়ে থাকে আমাদের হাজারো রকমের জল্পনা-কল্পনা। কিন্তু কেমন হয় যখন ক্রাশের সাথে প্রেম হয়ে যায়, তা নিয়েই আমাদের আজকের আয়োজন।

১. সম্পর্কে হাজারটা রেড ফ্ল্যাগ থাকলেও সব এক কথায় মাফ

২. বন্ধুমহলে প্রচুর পরিমাণে ভাব নিয়ে থাকা হয়

৩. ক্রাশের সাথে প্রেম মানে সে যাই বলবে তাই হবে, কোনো মানা নাই!

৪. একবার প্রেমটা শুরু হয়ে গেলে বিয়ে, বাচ্চা-কাচ্চা, নিজেরা বুড়া-বুড়ি হওয়ার আগ পর্যন্ত নো ছাড়াছাড়ি

৫. নরমাল প্রেমেই পড়ালেখার ১২টা বেজে যায় তাই ধরে নেন ক্রাশের সাথে প্রেম হলে ১৬টা পর্যন্তও বেজে যেতে পারে!

৬. ক্রাশের সাথে কোনো তর্কাতর্কি-ঝগড়াঝাঁটির স্কোপ থাকবে না, সবকিছুতে সে-ই ঠিক! 

৭. অতিরিক্ত Clingy ও Cringe হয়ে যাওয়ার প্রবল ও তীব্র সম্ভাবনা রয়েছে 

SHARE THIS ARTICLE