Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • মাইরালা

কোরবানীর ঈদ নিয়ে যে ৯টি ব্যাপার শুধুমাত্র ছেলেরাই রিলেট করতে পারবে

Thumbnail

by Bishal Dhar

১৭:০৫, ২৮ জুন ২০২৩

কোরবানীর ঈদ নিয়ে যে ৯টি ব্যাপার শুধুমাত্র ছেলেরাই রিলেট করতে পারবে

কোরবানির ঈদ মানে বাংলাদেশি ছেলেরা সেদিন বাড়ির কামলা, ওরফে ডেলিভারি ম্যান, ওরফে কসাই। সবাই যখন চিল করতে ব্যস্ত তখন এই বেচারাদের গরু কেনা থেকে রান্না অবদি পুরোটা সময় দৌড়ের উপর থাকতে হয়। আজ তাই তাদের জন্য সমবেদনা আর আগাম ঈদ মোবারক।

১. শুরুটা হয় ঈদের ৩/৪ দিন আগে থেকেই বিভিন্ন হাটের দর দামের খোঁজ খবর সংগ্রহ করে বাসায় জানানোর দায়িত্ব দিয়ে

২. এরপর আসে বহুল প্রতীক্ষিত হাটে যাওয়ার দিন। মানে, একদম কমান্ডো স্টাইলে রেডি হয়ে দলবল সহ যুদ্ধের জন্য রেডি হওয়ার দিন।

৩. তারপর হাটে গিয়ে হাজারখানেক গরু আর মানুষের ভিড়ে ভর্তা হওয়া দিয়ে শুরু করে এই হাট ঐ হাট হয়ে গরু খোঁজা

৪. গরু কিনে বাসায় আসার পথে (যদি ভাগ্যক্রমে প্রথম দিনেই গরু পাওয়া যায় আর কি) উৎসুক জনতাকে দাম বলতে বলতে কারো গরু দেয় দৌড়

৫. এখানেই শেষ না, বাসায় এনে গোরুকে ঘাস খাওয়ানোর দায়িত্বটাও তাদের

৬. তারপর ঈদের দিন সকালে নামাজ পড়ে এসে কোরবানি দেওয়ার পর শুরু হয় কাটাকুটির কাজ

৭. এরপর দৌড়াতে হয় আত্নীয়দের বাসায় মাংস বিলাতে

৮. সারাদিন ডেলিভারি ম্যানের মতো মাংস বিলানো শেষ হলে, বাসায় এসে বাকি থাকে শুধু খাওয়া দাওয়া

৯. এরপর খাওয়া দাওয়া শেষে জানা যায়- খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। কখন যেন রাত ১২টা বেজে গিয়েছে এবং ঈদও শেষ হয়ে গিয়েছে।

SHARE THIS ARTICLE