কাজিনরা সাথে থাকলে যে সাধারণ বিষয়গুলো অসাধারন হয়ে যায়
by Bishal Dhar
১৩:৩১, ৩ নভেম্বর ২০২২
যেকোন ফ্যামিলি গেট-টুগেদারে কাজিনরা হচ্ছে অক্সিজেনের মতো, এরা আছে বলেই পারিবারিক বিয়েশাদীর দাওয়াত গুলোকেও একদম নিউ ইয়ার পার্টি মনে হয়। লং জার্নিতে কোথাও ঘুরতে যেতে হলেও এরা সাথে থাকলে পুরো জার্নিটাই কিভাবে জানি কেটে যায়, এরকম আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো কেবলমাত্র কাজিনরা সাথে থাকলেই অসাধারণ হয়ে ওঠে!
১. বিরক্তিকর বিয়ে-শাদীর দাওয়াত
২. ফ্যামিলি গেট-টুগেদার
৩. অনেকক্ষন বসে থাকতে হবে এমন কোন লং জার্নি
৪. সামনে দিয়ে যাওয়া কোন র্যান্ডম ছেলে/মেয়েকে নিয়ে কথা বলা
৫. একসাথে বসে সিনেমা দেখা
৬. নিজেদের ছোটবেলার স্মৃতিচারণ
৭. একসাথে শপিং করতে যাওয়া
৮. কোন গ্যাঞ্জাম বাধিয়ে একসাথে গায়েব হয়ে যাওয়া
SHARE THIS ARTICLE