শুধুমাত্র কোকরানো চুলের মানুষরাই বুঝবে যে বিষয়গুলো
by Bishal Dhar
০৭:৩০, ২ মার্চ ২০২৩
কোকরানো চুল দেখতে সবারই ভালো লাগে, কাছের মানুষজন অনেক সময় এটাও বলে “আহারে তোর চুলগুলো কি সুন্দর,” কিন্তু এই সুন্দর চুলের অধিকারী মানুষদের যে একটু বেশিই যুদ্ধ করতে হয়, তা কি কেউ জানে? যাদের চুল কোকরানো কেবল তারাই বুঝবে আজকের বিষয়গুলো-
১. বন্ধুরা চুলের জন্য নুডলস বলে ক্ষ্যাপায় আপনাকে
২. সবাই আপনার চুল সুন্দর বললেও, আপনি আসলে মনে মনে স্ট্রেইট চুল চান
৩. চুল আঁচড়ানোটা আপনার জন্য একপ্রকার যুদ্ধ
৪. সবাই আপনার চুল একটু ছুঁয়ে দেখতে চায়
৫. ঘুম থেকে ওঠার পর আয়নার দিকে তাকালে মাথাকে কাকের বাসা মনে হয়
৬. চুল স্ট্রেইট করাটাও আপনার জন্য একপ্রকার যুদ্ধ
৭. অনেকেই অদ্ভুতভাবে জিজ্ঞেস করে “তোমার চুল ছোটবেলা থেকেই এমন?”
৮. তবে এটা ভেবে আপনার ভালো লাগে যে, চুল কোকরা করার জন্য আপনার এক্সট্রা টাকা লাগে না
৯. আপনার কোথাও যাওয়ার জন্য তৈরি হতেও একটু বেশি সময় লাগে, এই চুলের জন্য
১০. বাতাস, বৃষ্টি এবং ধুলা, এগুলো আপনার সবচেয়ে বড় শত্রু
SHARE THIS ARTICLE