ছবি তোলা ছাড়া যাদের চলেই না, তারা এই ৮টি ব্যাপারে অবশ্যই রিলেট করতে পারবে
by Maisha Farah Oishi
১০:৩৪, ২০ অক্টোবর ২০২২
ছবি হয়তো টুকটাক আমরা অনেকেই তুলি, কিন্তু কিছু মানুষ আছে যাদের ছবি না তুলতে পারলে যেন দিনটাই কমপ্লিট হয় না। সেসব মানুষেরা আজকের এই লিস্টের সাথে বেশ রিলেট করতে পারবে।
১. আপনি কোথাও ঘুরতে যাওয়া মানেই হাজার হাজার ছবি তোলা
২. ফোন কেনার বেলায় আপনার মেইন ফোকাস থাকে ক্যামেরা কতখানি ভালো সেটার উপর
৩. রেস্টুরেন্টে গিয়ে অর্ডার দেয়ার চেয়ে, বেশ কয়েকটা ভাল ছবি তোলার দিকে আপনার আগ্রহ বেশি থাকে
৪. এমনকি রেস্টুরেন্টে খাবার আসার পর সেটার ছবি না তুলে, আপনি খাবার মুখেই তোলেন না
৫. আপনার কাছের বন্ধু এবং মানুষেরা আপনার ছবি তুলতে তুলতে প্রায়ই বিরক্ত হয়ে যায়!
৬. যেকোন ওকেশনে আপনি যে কয়শো সেলফি তুলেন, তার কোন হিসেবই নেই
৭. আপনার ফোনের মেমোরি ভর্তি শুধু ছবি আর ছবি
৮. রাস্তাঘাটে চলার সময়ও আপনি প্রায়ই সুন্দর কোন ফ্রেম চোখে পড়লে, ছবি তুলতে দাঁড়িয়ে যান
SHARE THIS ARTICLE