আপনার আর আপনার বেস্টফ্রেন্ডের শত্রু যখন একই হয়, এই ১০টি ব্যাপার খুব রিলেটেবল
by Bishal Dhar
১৭:২৮, ১ ডিসেম্বর ২০২২
পৃথিবীতে এর চেয়ে দারুণ কিছু আর নেই যখন আপনি এবং আপনার বেস্টফ্রেন্ড একজন মানুষকেই অপছন্দ করেন। দুইজনের শত্রু এক মানুষই হওয়াতে আমাদের কথা ফুরিয়ে গেলেও তাকে নিয়ে গসিপ ফুরায় না। আর সে যখন সামনে থাকে, একসাথে তাকে পঁচিয়ে যে পৈশাচিক আনন্দ পাওয়া যায় সেটা তো একদম সেরা অনুভূতি।
১. আপনারা তার পার্সোনাল লাইফ নিয়ে গসিপ করতে ভালোবাসেন
২. আপনাদের কথা ফুরিয়ে গেলেই আপনারা তাকে নিয়ে কথা বলা শুরু করেন
৩. তৃতীয় কোন ব্যক্তি তাকে পছন্দ করেনা জানামাত্রই তাকে আপনাদের গ্যাংয়ে নিয়ে নেন
৪. সে সামনে আসা মাত্রই আপনারা একে অপরের সাথে Evil smile শেয়ার করেন
৫. কথায় বলে “যারে দেখতে নারি তার চলন বাঁকা” আপনাদের অপছন্দের মানুষটি ভালো কিছু করলেও আপনারা নাক সিটকান
৬. তাদের বেস্টফ্রেন্ডরাও আপনাদের শত্রু
৭. তাদের ব্রেকআপ হলে বা জীবনে কোন গ্যাঞ্জাম লাগলে আপনারা গল্পের আসর নিয়ে বসেন
৮. আপনারা দুইজনই তার সোস্যাল মিডিয়ার কার্যকলাপ খুব মনোযোগ সহকারে Stalk করেন
৯. মাঝেমধ্যে আপনারা দুইজনে তাকে ধন্যবাদ দেন, কারণ তার জন্যেই আপনারা এত গসিপ করতে পারেন
১০. আপনারা সুযোগের অপেক্ষায় থাকেন, কখন সুযোগ পেলেই তাকে একসাথে পঁচাবেন
SHARE THIS ARTICLE