Menu
menu-icon close
  • মাইরালা

যাদের নাম জেন্ডার নিউট্রাল, তারা যেই ১০টি ঘটনার সাথে রিলেট করতে পারবে

Thumbnail

by Fariha Rahman

১৩:০২, ২ মে ২০২৩

যাদের নাম জেন্ডার নিউট্রাল, তারা যেই ১০টি ঘটনার সাথে রিলেট করতে পারবে

নামেই মানুষের পরিচয় মানে Literally। তবে আমার মতো নিশ্চয়ই আপনার বন্ধুমহলে এমন কয়েকজন বন্ধু আছে, যাদের নাম ছেলেদেরও হয় আবার মেয়েদেরও হয়। যেমন ধরেন শাওন কিংবা শিশির ইত্যাদি। এমন জেন্ডার নিউট্রাল মানুষদের নাম নিয়ে কিন্তু অনেক প্যারা সহ্য করতে হয়! তাদের এমনি ১০টি অভিজ্ঞতা নিয়ে আজকের তালিকা।

১. ছোটবেলা থেকেই আপনার নাম শুনেই সবাই প্রশ্ন করতো “ছেলে না মেয়ে?”

২. আপনার বন্ধু/বান্ধবীরাও আপনাকে নিয়ে কথা বলার আগে, মেনশন করে নেয় আপনি ছেলে নাকি মেয়ে

৩. তবে প্রেম করার ক্ষত্রে কিন্তু আপনি বেশ সুবিধা পেয়েছেন, আপনার নাম ফোনে সেভ করতে গিয়ে আপনার পার্টনারকে ফেক নেম বানাতে হয়নি!

৪. “আরে এই নামে তো আমার একটা বন্ধু/কাজিনও আছে, কিন্তু ও তো ছেলে/মেয়ে (মানে আপনার অপোজিট)” এমন কথা প্রায়ই আপনাকে শুনতে হয়েছে

৫. সেই সাথে আছে এমন কিছু বিরক্তিকর কথা। যেমন- “দোস্ত তোর জন্মের সময় আংকেল, আন্টি মনে হয় ছেলে/মেয়ে চাইসিলো (মানে আপনার অপোজিট) তাই তোর নাম আর চেঞ্জ করে নাই”

৬. স্কুলে নাম ডাকার সময় স্যাররা অন্য কারো দিকে না তাকালেও আপনার “Yes Sir” শুনে একবার হলেও আপনার দিকে তাকিয়েছে

৭. আর যদি আপনার ক্লাসে আপনার নামে কোনো ছেলে/মেয়ে (মানে আপনার অপোজিট) থেকে থাকে, তবে তো পুরো স্কুল লাইফটাই আপনার কেটেছে বিরাট যন্ত্রনায়

৮. ছোটবেলায় প্রায়ই মনে মনে আপনার নিজের আব্বু-আম্মুর উপর অনেক রাগ হতো

৯. বড় হয়ে সেই দুঃখজনক নাম সরিয়ে নিজের পরিচয় ফার্স্ট নেম/ভালো নাম দিয়ে দিয়েছেন। এমনকি নাম চেঞ্জ করার কথাও অনেকবার ভেবেছেন

১০. তবে এতসব চড়াই-উৎরাই পার করে এসে অবশেষে এইসব প্যারা, যন্ত্রনা, নাম বিভ্রান্তি সবই মেনে নিয়েছেন

SHARE THIS ARTICLE