Menu
menu-icon close
  • মাইরালা
  • ভাল্লাগসে

পরীক্ষার সময় যার থাকে যেমন পরিস্থিতি

Thumbnail

by Nabila Faiza Islam

১৪:৪৯, ১৮ নভেম্বর ২০২২

পরীক্ষার সময় যার থাকে যেমন পরিস্থিতি

পরীক্ষার টাইমে একেক জনের প্রিপারেশন একেক রকম থাকে। কেউ কেউ মন প্রাণ দিয়ে প্রিপারেশন নেয়, কেউ আবার সিলেবাস দেখেই হাল ছেড়ে দেয়। অনেকেই থাকে ক্লাস টপার, যাদের প্রিপারেশনের ধারে কাছে কেউ যেতে পারে না। আবার কেউ কেউ প্রিপারেশনের জন্য সময়ই বের করতে পারে না! চলুন দেখে নেওয়া যাক পরীক্ষার সময় বিভিন্ন ধরনের স্টুডেন্টদের কি অবস্থা হয়। 

১. কারো কারো এতবার প্যানিক এ্যাটাক হয় যে, প্যানিক করতে গিয়ে পড়ারই সময় বের করতে পারে না!  

২. যারা পড়ুয়া টাইপের, তারা সারাদিন নাক বইয়ের মধ্যেই ডুবিয়ে রাখে

৩. বড় সিলেবাস দেখার পর, কি ছেড়ে কি পড়বে, এইটাই অনেকে বুঝে না! 

৪. নিজে মনোযোগ দিয়ে পড়ার চেয়ে কেউ কেউ আবার গ্রুপ স্টাডিতেই বেশি বিশ্বাসী! তবে বিশ্বাসে সবসময় মিলায় না বস্তু! গ্রুপ স্টাডি করতে গিয়ে হয়ে যায় হিতে বিপরীত! 

৫. কিছু স্টুডেন্ট আবার পরীক্ষায় লাস্ট বেঞ্চে বসে সবসময় শিক্ষকের চোখ ফাঁকি দিয়ে দেখাদেখি করে লেখার চেষ্টা করে। 

৬. আর দেখাদেখি করতে গিয়ে বা চিটিংবাজি করতে গিয়ে অনেকে খেয়ে যায় ধরা!

৭. প্রশ্নপত্র দেখেই কেউ কেউ বুঝে নেয় পরীক্ষার খাতায় পাবে অশ্ব ডিম্ব!

৮. আবার কিছু স্টুডেন্টের অস্ত্র থাকে মুখস্থবিদ্যা এবং বুঝে অথবা না বুঝেই সব মুখস্থ করে এরা পরীক্ষার হলে যায়।

SHARE THIS ARTICLE