Menu
menu-icon close
  • মাইরালা

গ্রুপ প্রজেক্ট করার সময় যে কয়েকটা ব্যাপার আপনার সাথে অবশ্যই ঘটবে

Thumbnail

by Sunehra Azmee

১৫:৩০, ৮ ডিসেম্বর ২০২২

গ্রুপ প্রজেক্ট করার সময় যে কয়েকটা ব্যাপার আপনার সাথে অবশ্যই ঘটবে

যেকোনো গ্রুপ প্রজেক্টের কয়েকটা বিষয় খুবই কমন। প্রত্যেক গ্রুপ-ই কোনো না কোনো ভাবে কিছু নির্দিষ্ট সিচুয়েশনের শিকার হয় এবং দিনশেষে এই সকল সিচুয়েশন সামাল দিয়েই তওবা কাটে "আর কখনো এদের সাথে গ্রুপ বানাবো না", চলুন দেখে আসি সেই সিচুয়েশনগুলো!

১. ফ্যাকাল্টি বেছে বেছে আপনাকে এমন কারো সাথেই গ্রুপ করতে বলবে যে আপনার দুই চোখের বিষ।

২. প্রত্যেক গ্রুপে একজন নিষ্কর্মা মেম্বার থাকবেই, যে কোনো কাজ না করেও ঠিকই সব নাম্বার পাবে।

৩. এবং এমন একজন মেম্বারও থাকবে যে পুরো গ্রুপের কাজ একাই করবে, কেউ করতে চাইলেও সে কাউকে দায়িত্ব নিতে দিবে না।

৪. বন্ধুবান্ধবের সাথে গ্রুপ প্রজেক্ট করলে সেই বন্ধুত্ব প্রজেক্ট শেষ হওয়া অবধি টিকে থাকবে নাকি, সেটা একটা বিরাট রিস্কি বিষয়।

৫. হাতে অঢেল সময় থাকলেও প্রজেক্টের কাজ করা হবে সেই সাবমিশনের এক দিন আগে।

৬. বাবা মাকে গ্রুপ প্রজেক্টের বাহানা দিয়ে কিছু দিন সন্ধ্যার আগে আগে বাসায় আসার ফৌজদারি আইন থেকে রেহাই পাওয়া যাবে।

৭. গ্রুপ প্রজেক্টের কাজে সবাই একসাথে বসলে পড়ালেখা বাদে মোটামুটি বাকি সবকিছুই হবে।

SHARE THIS ARTICLE