Menu
menu-icon close
  • ভাল্লাগসে
  • কস্কি মমিন

যে কাজগুলো প্রমাণ করে শীতকাল আপনার কাছে এক্সাইটিং (নাকি বোরিং?)

Thumbnail

by Nabila Faiza Islam

২২:০৮, ২৫ ডিসেম্বর ২০২২

যে কাজগুলো প্রমাণ করে শীতকাল আপনার কাছে এক্সাইটিং (নাকি বোরিং?)

শীতকাল এমন একটি সময় যেটার জন্য অনেকেই সারা বছর অপেক্ষা করে। আবার অনেকেই শীতকাল দুই চোখে দেখতে পারে না। শীতকাল আসার আগেই শীতকালের জন্য আমাদের সকলেরই শুরু হয়ে যায় ব্যাপক তোড়জোড়। জেনে নিন কাজগুলো বলে দেয় শীতকাল আপনার কাছে বোরিং নাকি এক্সাইটিং। 

১. শীতকাল মানেই আপনার কাছে গরম চা-কফি ও অন্যান্য গরম খাবার খাওয়া। আপনার গরম চা-কফির কাপে চুমুক দিতে দিতে কাজ করতে বেশ ভালোই লাগে 

২. শীতকালে আপনি বন্ধুদের সাথে হৈ-হুল্লোড় করতে করতে পিকনিকে যান, বছর শেষের এই রিক্রিয়েশনাল এক্টিভিটির জন্য আপনি সারা বছর অপেক্ষা করেন 

৩. শীতকাল সর্দি-কাশি আর জ্বরের মৌসুম, এজন্য শীতকাল নিয়ে কোনো রোমান্টিসিজম আপনার বেলায় খাটে না 

৪. শীতের সকালে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতে আপনার খুবই ভালো লাগে, আপনার মনে হয় এর চেয়ে আরামের কাজ বোধ হয় আর দুনিয়ায় নেই 

৫. শীতের দিনে শীতকালীন নানা রকমের কাপড় চোপড় পরে আপনি স্টাইল করতে পছন্দ করেন, একেক দিন একেকটা ড্রেস পরতে পারেন দেখেই আপনার শীতকাল এতো ভালো লাগে

৬. শীতকালে বাড়িতে শুধু ফুলকপি, বাঁধাকপি ও অন্যান্য শীতের সবজিই প্রতি বেলা রান্না করেন যে কারণে আপনি প্রতিবেলা শীতের সবজি খেতে খেতে অতিষ্ঠ হয়ে যান 

৭. যেখানে গরমকালে আপনি কথায় কথায় আইসক্রিম খেতে পারতেন, সেখানে শীতকালে আপনি আইসক্রিম খেতেই পারেন না

৮. পরিবার পরিজনের সাথে শীতকালীন ছুটি পালন করার সুযোগটা বেশি বেশি পাওয়া যায় শীতকালেই যা আপনার ক্ষেত্রে অনেক বড় একটা প্লাস পয়েন্ট 

৯. শীতকাল মানেই কয়েকদিন পর পর কনসার্টের আয়োজন, যারা কনসার্টে যেতে পছন্দ করেন তাদের জন্য শীতকাল কোনো ফেস্টিভ্যালের চেয়ে কম না 

SHARE THIS ARTICLE