Menu
menu-icon close
  • মাইরালা
  • সেন্টি খাইলাম

যখন প্রেমের রঙিন চশমা আর রঙিন থাকে না, তখন যেমন অবস্থা হয়

Thumbnail

by Sunehra Azmee

২০:৩০, ৭ জানুয়ারি ২০২৩

যখন প্রেমের রঙিন চশমা আর রঙিন থাকে না, তখন যেমন অবস্থা হয়

প্রেম সবসময় শুরুর দিকে যতটা মন্ত্রমুগ্ধ করে রাখে, সময়ের সাথে সাথে সেটার প্রভাবটা কমে আসতে থাকে, তখনই হয় প্রেম টিকিয়ে রাখার আসল অগ্নিপরীক্ষা। প্রেমের রঙিন চশমার রঙ যখন উড়ে যায়, তখন কিরকম অবস্থার সৃষ্টি হয় তা নিয়েই আমাদের আজকের আয়োজন।

১. আস্তে আস্তে শুরু হয়ে যায় “এর সাথে কথা বলা যাবে না”, “ওর সাথে দেখা করা যাবে না” এমন ধরনের সব আবদার 

২. আগের মিষ্টি মিষ্টি কথাগুলো হঠাৎ করে  Cringe মনে হওয়া শুরু হয় 

৩. “বাবু খাইসো?” “তুমি না খেলে আমিও খাবো না” এইসব শুনলে বিরক্তিকর লাগে

৪. তাদের খুঁত ও বিশ্রী অভ্যাসগুলো চোখে পড়তে শুরু করে 

৫. তাদের সাথে অন্য কাওকে দেখলে আপনার মধ্যেও জেলাসি কাজ করতে থাকে 

৬. কারো ছবিতে রিয়্যাক্ট বা কমেন্ট করার আগেও একশো বার ভাবতে হয় 

৭. দিনরাত চব্বিশ ঘণ্টা আর কথা বলতে ইচ্ছা করে না।

SHARE THIS ARTICLE