কাছের বন্ধু বেশি স্পষ্টভাষী হলে যে ৮টি ব্যাপার আপনার জন্য খুবই রিলেটেবল
by Bishal Dhar
১৪:৩৮, ২১ জানুয়ারি ২০২৩
আপনার কাছের বন্ধুটি কি একটু বেশিই ঠোঁটকাটা স্বভাবের? আর এজন্য কি প্রায়ই তার সাথে আপনার ঝগড়া লাগে, এমনকি মাঝেমধ্যে ঝগড়া এমন পর্যায়ে পৌঁছে যায় যে, কয়েকদিনের জন্য কথা পর্যন্ত বন্ধ হয়ে যায়! তবে আজকের লিস্টের সাথে আপনি অবশ্যই রিলেট করতে পারবেন
১. তার বেশিরভাগ কথাতেই আপনি Offended হয়ে যান
২. প্রায়ই তার সাথে আপনার বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লাগে
৩. খুব কম বিষয়ই আছে যেগুলোতে আপনাদের মতের মিল হয়, তবে তারা আপনাকে সবসময় একদম অনেস্ট ওপেনিয়নটাই দেয়
৪. আপনার বাবা-মায়ের সাথে তাদের খুব খাতির
৫. তারা আপনার সঙ্গীকে নিয়েও সরাসরি মন্তব্য করে বসে
৬. মাঝেমধ্যে আপনার মনে হয়, তার সাথে আর বন্ধুত্বই রাখবেন না
৭. বহুদিন আপনাদের কথা বলাও বন্ধ থেকেছে
৮. তবে এটাও ঠিক যে, তাদের জন্য আপনি অনেক বাজে সিদ্ধান্ত নেওয়া থেকে সরে এসেছেন
SHARE THIS ARTICLE