যে ৬টি অতি গুরুত্বপূর্ণ হ্যাকস ইন্ট্রোভার্টদের জানা দরকার
by Bishal Dhar
১৮:২২, ৩ ডিসেম্বর ২০২২
ইন্ট্রোভার্ট হওয়াটা এক মহা যন্ত্রণার বিষয়, ফোনে কথা বলা কিংবা রাস্তাঘাটে কারো সাথে দেখা হওয়ার পর একটু খোশগল্প করার মত বিষয়গুলোও তাদের কাছে বিরক্তিকর লাগে। তাই ইন্ট্রোভার্টদের জন্য কিছু দরকারি Hacks নিয়ে আজকের লিস্ট, যেগুলো আপনাদের জীবনকে আরেকটু সহজ করে দিবে
১. যেকোনো ফোনের কনভার্সেশন শুরুই করুন “ফোনের ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবে” দিয়ে, তাহলে হুট করে ফোন কেটে দিলেও প্যারা খাবেন না
২. পার্টিতে বা সোশ্যাল গ্যাদারিংয়ে কানে এয়ারফোন গুজে রাখুন, তাহলে অন্যদের সাথে কথা বলা থেকে বেঁচে যাবেন
৩. বাইরে বের হলে টুপি আর মাস্ক মাস্ট, রাস্তাঘাটে চেনাজানা মানুষের সাথে হুদাই কথা বলার হাত থেকে এই দুটো আপনাকে বাঁচিয়ে দিবে
৪. প্রতিবেশীকে দেখিয়ে দেখিয়ে উদ্ভট কিছু করুন, প্রতিবেশী আপনার কাছেই ঘেঁষবে না
৫. মানুষজনের মেসেজের জবাব দিতে না চাইলে “Ignore texts from the notification bar” প্রেস করে দিন
৬. কথা বলতে বলতে কেটে দিতে চাইলে কেটে ফোন এরোপ্লেন মোডে দিয়ে রাখুন, যার সাথে কথা বলছেন সে কলব্যাক করলে ভাববে নেটওয়ার্কের সমস্যা
SHARE THIS ARTICLE