আপনি কি সার্কেলের একমাত্র রেস্পন্সিবল বন্ধুটি? তাহলে এই ৮টি ব্যাপার আপনার জন্য বেশ রিলেটেবল
by Bishal Dhar
২২:০৮, ২৯ নভেম্বর ২০২২
বন্ধুরা একসাথে মিলে কোনো গেট-টুগেদার বা পার্টির আয়োজন করলো বা কোথাও ট্যুরে যাওয়ার চিন্তাভাবনা করলো, এই বিষয়গুলো ম্যানেজ করার দায়িত্ব অটোমেটিকভাবেই আপনার কাঁধে চলে আসে? তাহলে আজ জেনে নিন এমন আরও কিছু ব্যাপার, যেগুলো শুধুমাত্র গ্রুপের দায়িত্ববান মানুষরাই বুঝতে পারবেন ভালো!
১. যেকোনো প্ল্যানেই সবার আগে আপনি পৌঁছে যান
২. কোন গেট-টুগেদার বা পার্টির আয়োজন করা হলে, অটোমেটিকভাবেই আপনি সেটির অর্গানাইজার হয়ে যান
৩. কোথাও ট্যুরে গেলে বন্ধুরা ধরেই নেয়, আপনিই হোটেল বুকিং, টিকেট কেনা, টাকা পয়সার হিসাব রাখা এসব ব্যাপারগুলো ডিল করবেন
৪. আপনার প্রতিটি বন্ধুর বাবা-মায়ের কাছেই আপনি আদর্শের মাপকাঠি এবং সবাই আপনাকে বিশ্বাস করে
৫. আপনি আপনার গ্রুপের মোটিভেশনাল স্পিকার, সবাইকে বারবার সিরিয়াস হতে বলা আপনার দায়িত্বেরই অংশ
৬. আপনি বুঝেই উঠতে পারেন না মানুষ ডেডলাইনের সময়ও কাজ না করে কিভাবে রিল্যাক্স থাকতে পারে
৭. লাস্ট মোমেন্টের জন্য কোন কাজই ফেলে রাখা আপনি পছন্দ করেন না, আপনার সামনে এমন কেউ করলেও আপনার মাথা গরম হয়ে যায়
৮. আপনার আশপাশের মানুষ ভাবে আপনি যেকোনো সমস্যারই সমাধান করে ফেলতে পারবেন
SHARE THIS ARTICLE