শেষ মুহূর্তে প্ল্যান ক্যান্সেল করা বন্ধু থাকলে, যে ৭টি ব্যাপার আপনার কাছে রিলেটেবল
by Bishal Dhar
২২:০৩, ২২ ডিসেম্বর ২০২২
কোন ট্যুর প্ল্যান করেছেন কিংবা কারো বাসায় অনেকদিন পর গেট-টুগেদার, এসব জায়গায় এমন একজন পাবেনই- যে শেষ মুহূর্তে প্ল্যান ক্যান্সেল করে বসবে। এমন বন্ধু আমাদের সবারই দুই-একটা করে রয়েছে। শেষ মুহূর্তে প্ল্যান ক্যান্সেল করা এমন বন্ধু থাকার যন্ত্রণা যাদের রয়েছে, তারাই বুঝবেন আজকের ব্যাপারগুলো
১. যেকোনো কিছুর প্ল্যান হলে সেখানে তাদের উৎসাহ থাকে সবচেয়ে বেশি, কিন্তু আসল টাইমেই কোন খবর থাকে না
২. একদম প্রাইম টাইমে এসেই তাদের ফোনের চার্জ শেষ হয়ে যায় কিংবা প্রচন্ড দরকারি কোন ব্যক্তিগত কাজ থাকে
৩. অনেক ট্যুর প্ল্যান শুধুমাত্র তাদের কারণেই নষ্ট হয়ে যায়
৪. তারা আপনাকে যেকোনো প্ল্যান ক্যান্সেলের ব্যাপারে এমন লেইম সব অজুহাত দিবে যেগুলো আপনি আগে কখনোই শুনেননি
৫. এমনকি ছোটখাটো আড্ডা কিংবা গেট-টুগেদারেও ধরেই নিতে হয়, তারা আসবে বলেও ditch করবে
৬. বরং ‘হ্যাঁ’ বলার পর কোথাও চলে আসলে, আরও অবাক লাগে!
৭. তাদের এই স্বভাবের জন্য মাঝেমধ্যে রেসলিং রিংয়ে নামিয়ে মারতে ইচ্ছা করলেও, নিজেকে কন্ট্রোল করতে হয়
SHARE THIS ARTICLE