Menu
menu-icon close

বাসায় দুই ভাই থাকলে যে ৮টি বিষয় সবার জন্যই কমন

Thumbnail

by Bishal Dhar

১৫:৪৬, ১৬ নভেম্বর ২০২২

বাসায় দুই ভাই থাকলে যে ৮টি বিষয় সবার জন্যই কমন

বাসায় দুই ভাই থাকা মানেই বড় ভাইয়ের জামাকাপড় বা বইখাতা অলিখিতভাবেই ছোটজনের কপালে জোটে, আবার মারামারি হলে সবসময় দোষ বড় ভাইয়ের কপালেই জোটে। বাবা বাসায় না থাকলে, বাসা যেন একদম রেসলিং রিং হয়ে যায় । এসব খুঁটিনাটি গ্যাঞ্জামের পরেও ভাইদের মাঝে যে শক্ত একটা টান থাকে, সেটি বোঝা যায় একজনকে বাইরের কেউ কিছু বললে অন্যজন যখন ক্ষেপে যায়। ভাইদের সাথে এই সম্পর্কগুলো বড়ই অদ্ভুত, প্রকাশ না করেও এরা একে অন্যকে ভালোবেসে যায় দারুণভাবে

১. বড় ভাইয়ের জামাকাপড় এবং সবকিছু অলিখিত ভাবেই ছোটজনের

২. বাবা-মা বাসায় না থাকলে বাসা পরিণত হয় রেসলিংয়ে

৩. একজন একটু ভালো স্টুডেন্ট হলেই, আরেকজনের কপালে জোটে সারাদিন তিরস্কার

৪. মাইর যেই খাক না কেন, দোষ সবসময় বড় ভাইয়ের

৫. একজন আরেকজনকে কোন না কোন বিষয় নিয়ে ব্ল্যাকমেইল করে নিজের কাজ হাসিল করে

৬. তবে দুই ভাই এক স্কুলে পড়লে, বড় ভাইয়ের দাপটে ছোট ভাইয়ের ভাবই থাকে অন্যরকম

৭. এক ভাইকে বাইরের কেউ খারাপ কিছু বললে, আরেক ভাইয়ের মাথা খারাপ হয়ে যায়

৮. প্রেম কিংবা অন্য যেকোন বিষয়ে এরাই সবচেয়ে ভালো উপদেশ দেয়

SHARE THIS ARTICLE